বিপিএলে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার খেলায় অপ্রত্যাশিত ঘটনা অনেক দূর ঘরিয়েছে। ওই ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। স্যরি বলেও ঘটনার ইতি টানতে চেয়েছেন। কিন্তু মাশরাফির ওই ‘স্যরি’ বলাতেই থেমে থাকছে না বিষয়টা। দেশের মানুষই মুহূর্তের মধ্যে ভিলেন বানিয়ে ছাড়ছে জাতীয় দলের পেসার শুভাশিস রায়কে। এমনই এক পরিস্থিতিতে মাশরাফি দাঁড়ালেন শুভাশিসের পাশেই।
রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তা পোস্ট করেছেন মাশরাফি। সেখানে তিনি আবারও মাঠের ওই ঘটনার জন্য সব দোষ নিজের ওপর নিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। শুভাশিসের কাছেই স্যরি বলছেন। একই সঙ্গে দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে অনুরোধ জানিয়েছেন, শুভাশিসকে নিয়ে যেন আর বাড়াবাড়ি করা না হয়।
আরও পড়ুন
>>মাশরাফির সঙ্গে শুভাশিসের এ কেমন আচরণ?
>>শুভাশিসের আচরণে ক্ষিপ্ত মাশরাফি ভক্তকূল