ঢাকা প্লাটুনের থিম সংয়ে গাল্লিবয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯

বঙ্গবন্ধু বিপ্রিএলের অন্যতম দল ‘যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন’-এর অফিসিয়াল থিম সং প্রকাশ করা হয়েছে। ঢাকা প্লাটুনের স্লোগানের সাথে মিল রেখে ‘মাঠ কাঁপাবে ঢাকা’ শিরোনামে থিম সংটির ভিডিও দলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। থিম সংটি ইতোমধ্যে বেশ সাড়াও ফেলেছে।

রেইন ক্লাউড ডিজিটাল এজেন্সির ব্যানারে বোটম্যান ফিল্মস নির্মিত এ থিম সংয়ের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন নেওয়াজ মাহতাব ও ইমন চৌধুরী। এবং সংগীতায়াজন করেছেন ইমন চৌধুরী।

থিম সংটি তিন অংশে সাজানো হয়েছে। প্রথম অংশে গেয়েছেন মুত্তাকী হাসিব ও নেওয়াজ মাহতাব। কাওয়ালি পার্ট গেয়েছেন শামীম হাসান। গানের শেষ অংশে রয়েছে ঢাকার ঐতিহ্য নিয়ে বিশেষ র‌্যাপ। মাহমুদ হাসান তবীবের কথায় র‌্যাপটি করেছেন ঢাকাইয়া গলি বয় খ্যাত রানা ও মাহমুদ হাসান তবীব। এছাড়া অতিথি ভোকাল হিসেবে গানটিতে রয়েছেন পুলক অধিকারী।

ঢাকার বিভিন্ন লোকেশনে ধরে নির্মাণ করা গানের তালে তালে ভিডিওতে নেচেছেন সজল ও হৃদি শেখ। গান-ভিডিওটি প্রসঙ্গে প্রযোজক রেইন ক্লাউড ডিজিটালের চেয়ারম্যান নেওয়াজ মাহতাব গণমাধ্যমকে জানিয়েছেন, বিপিএল শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়। এ গান এবং ভিডিওতে আমরা সেসব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। এবারের বিপিএলের সবচেয়ে ব্যয়বহুল গান-ভিডিও এটি।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি

পেসারদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করছে : হাসান

পেসারদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করছে : হাসান

মাথায় তুলবেন না, আমার অনুরোধ : মুশফিক

মাথায় তুলবেন না, আমার অনুরোধ : মুশফিক

মোস্তাফিজ-তাসকিনের জন্য একজনকে এগিয়ে আসতে হবে : রুশো

মোস্তাফিজ-তাসকিনের জন্য একজনকে এগিয়ে আসতে হবে : রুশো