সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইলে বাংলাদেশের মুখোমুখি হয়েছে ভারত। ভারতের বিপক্ষে খেলা নয় ম্যাচে বাংলাদেশ হেরেছে আটটিতে, ড্র একটি। বাংলাদেশের ওপর ভারতের আধিপত্য বোঝাতে এই পরিসংখ্যানটুকুই যথেষ্ট।
নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে আজ বুধবার স্থানীয় সময় বেলা ৩টায় ম্যাচ শুরু হয়েছে।