বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের বল মাঠে গড়িয়েছে বেশ কিছু দিন আগেই । বিপিএল মানেই নতুনত্ব আর কোটি টাকার খেলা। তাই এবারের বিপিএলে রাখা হয়েছে উন্নত তথ্যপ্রযুক্তি।
তার মধ্যে হলো মানববিহীন ‘ড্রোন’ এবং স্পাইডার ক্যামেরা। বিশ্বের বিভিন্ন খেলায় মানববিহীন ‘ড্রোন’ ব্যবহার করা হয়। এরই প্রেক্ষিতে বিপিএলে আনা হয়েছে এই মানববিহীন ‘ড্রোন’।
মানববিহীন ‘ড্রোনটির' কাজ হলো আকাশে উড়ে স্টেডিয়ামের চিত্র ধারণ করা। এই ড্রোনটি উপরে উড়ে স্টেডিয়ামের চারপাশ প্রদক্ষিন করে ও ভিডিও চিত্র পাঠায়। যার মাধ্যেমে আমরা টেলিভিশনে স্টেডিয়ামের পুরো চিত্র দেখতে পারি।
তাই খেলা চলাকালে দেখা মিলছে ড্রোনটি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আশে পাশে এই ড্রোনটি প্রদক্ষিণ করে। বিশেষ করে রাতের আকাশে ড্রোনটি সুন্দর ভাবে দেখা যায়। তবে হয়তো কেউ এই ড্রোনটি রাতের আকাশের তারা ভেবেও ভুল করতে পারেন। কারণ এটি দেখতে ছোট তারার মতো।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এবারের বিপিএল টানা একমাস পর ৮ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে। এবারের আসরে মোট ৭টি দল অংশ দিয়েছে।
দলগুলো হলো- বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংস এবং সিলেট সিক্সার্স।