কুমিল্লার ‘উইন অর উইন’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৩ এএম, ০১ নভেম্বর ২০১৭

বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হচ্ছে ৪ নভেম্বর (শনিবার)। ইতোমধ্যে বিপিএলে সবগুলো ফ্রাঞ্চাইজি নিজের দল গুছিয়ে নিয়েছে। এর মধ্যে ফ্রাঞ্চাইজি ফেবিারিট হিসেবে ইতোমধ্যে নিজেদের স্থান সম্পর্কে জানান দিয়েছে নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ফ্রাঞ্চাইজিটির সঙ্গে ‘এয়ারলাইন পার্টনার’ হিসেবে যুক্ত হয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। সম্প্রতি এ দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এদিকে আসন্ন বিপিএল সম্পর্কে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ‘উইন অর উইন’ শিরোনামে একটি বিডিও প্রকাশ করেছে। গত সোমবার (৩০ অক্টোবর) ফ্রাঞ্চাইজিটির ভেরিফাইট ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটিতে আইনকন খেলোয়ার তামিম ইকবালসহ খেলোয়াড়দের স্থির চিত্র দেখানো হয়েছে।

২৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে পাঁচ তারকা খেলোয়াড়দের প্রদর্শনের মাধ্যমে মুলত তাদের শক্তির জানান দেয়া হয়েছে।



শেয়ার করুন :