জিমন্যাস্টিকস
জিমন্যাস্টিকস (Gymnastics):
শারীরিক কলা-কৌশল প্রদর্শনের ক্রীড়াবিশেষ; যাতে দৌঁড়, লাফ, ডিগবাজী, সমারসল্টিং এবং ভারসাম্য রক্ষা করার বিষয়গুলো সংশ্লিষ্ট থাকে।
মেয়েদের ক্ষেত্রে চার ধরনের- ফ্লোর, বার (ক্রীড়া), বীম এবং ভল্ট উপকরণাদি ব্যবহার করা হয়। অন্যদিকে, ছেলেদের ক্ষেত্রে ফ্লোর, প্যারালেল বার, হাই বার, পমেল হর্স, ভল্ট এবং রিং -এ ছয় ধরনের উপকরণ ব্যবহার করা হয়ে থাকে।
এ ক্রীড়ায় যে প্রতিযোগী অংশগ্রহণ করে থাকেন তিনি ‘জিমন্যাস্ট’ নামে সর্বসমক্ষে পরিচিতি লাভ করেন। বাংলাদেশে এ প্রতিযোগিতাগুলো জনপ্রিয় হয়ে উঠছে।