টেনিসে পুরুষ এককের রেকর্ড সংখ্যক গ্র্যান্ড স্লাম জয়ী তারকা রজার ফেদারারের ডান পায়ের হাঁটুতে অস্ত্রোপাচার করা হয়েছে। ফলে ২০২১ সাল পর্যন্ত তাকে মাঠের বাইরে কাটাতে হবে। বুধবার (১০ জুন) টেনিস তারকা ফেদেরার নিজেই এ তথ্য জানিয়েছেন।
টুইটারে এক বিবৃতিতে ৩৮ বছর বয়সী ফেদারার বলেন, ‘সেরা পর্যায়ে খেলার লক্ষ্যে শতভাগ সুস্থতা ফিরে পাওয়ার জন্য প্রয়োজনীয় সময় নেওয়ার পরিকল্পনা করেছি আমি। জানি এ সময়টাতে আমি আমার ভক্ত এবং বিভিন্ন ট্যুরের খেলাকে দারুণভাবে মিস করব। এখন আমি ২০২১ সালে নতুন করে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় রয়েছি।’
সম্প্রতি করোনাভাইরাসের মহামারিতে চিকিৎসার উপকরণ সংগ্রহের জন্য এবং করোনার ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ফেদেরার হাত বাড়িয়েছেন। স্ত্রী মিরকা ও তিনি সুইজারল্যান্ডের অসচ্ছল পরিবারগুলোকে ১ মিলিয়ন সুইস ফ্রাঁ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সে সময় ফেদেরার বলেন, ‘সময়টা আমাদের সবার জন্য সমানভাবে চ্যালেঞ্জিং। মিরকা এবং আমি সুইজারল্যান্ডের সবচেয়ে দুরবস্থায় থাকা পরিবারগুলোকে ১ মিলিয়ন সুইস ফ্রাঁ অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এ অনুদান কেবলমাত্র একটা শুরু। আমরা আশা করি, অন্যরাও ঐ পরিবারগুলোর সাহায্যে এগিয়ে আসবে। আমরা সবাই মিলে এই সঙ্কট কাটিয়ে উঠতে পারব। সুস্থ থাকুন।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]