করোনার কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ সবধরনের ক্রীড়া ইভেন্ট। অন্যান্য ক্রীড়া ইভেন্টের মতো স্থগিত করা হয়েছিল ইতালিয়ান ওপেন। ফুটবল, ক্রিকেটের মতো এবার আশা জাগাচ্ছে কোর্টে টেনিস ফেরার।
করোনার পরবর্তী সময়ে কোর্টে টেনিস ফেরানোর পরিকল্পনা মাথায় রেখে আগামী সেপ্টেম্বরে এটিপি ও ডব্লিউটিএ রোম ক্লে কোর্ট টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ইতালিয়ান টেনিস ফেডারেশনের সভাপতি এ্যাঞ্জেলো বিনাগি।
গত ১১ মে ফোরো ইতালিতে এবারের আসর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা বাতিল হয়ে যায়। বিনাগি এ সম্পর্কে বলেছেন, ‘আশা করছি সেপ্টেম্বরে এই আয়োজন আমরা করতে পারবো। মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। বিশেষ করে রোমান্সরা আমাকে বলেছেন এই সময়ে টেনিস খেলতে পারাটা দারুণ একটি ব্যাপার হবে।’
ইতালিয়ান ওপেনে কিভাবে দর্শকদের অন্তর্ভূক্ত করা যায় সেই বিষয়টি নিয়ে খুব শিগগিরই ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাডাফোরার সাথে আলোচনায় বসার কথা জানিয়েছেন বিনাগি। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ফ্রেঞ্চ ওপেন শুরু করার কথা রয়েছে। যে কারণে ইতালিয়ান ওপেনের তারিখ কিছুটা পরিবর্তিত হতে পারে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]