আবারও শীর্ষে ফেদেরার, বয়স্কে নতুন রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
আবারও শীর্ষে ফেদেরার, বয়স্কে নতুন রেকর্ড

রাফায়েল নাদালকে হটিয়ে আবারও র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। রটারডাম ওপেনের কোয়ার্টার ফাইনালে রবিন হ্যাসকে হারিয়ে সবচেয়ে বেশি বয়সে এক নম্বর আসনটি দখল করেন এই টেনিস কিংবদন্তি।

এর আগে সবচেয়ে বেশি বয়সে শীর্ষে উঠার রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসির। তিনি ৩৩ বছর বয়সে ১৩১ দিন এক নম্বর তারকা হিসেবে নিজের অবস্থান ধরে রাখেন।

যদিও রটারডাম ওপেনে কোয়ার্টারে উঠার পথটি সহজ ছিল না রেকর্ড ২০ গ্রান্ডস্লাম বিজয়ী ফেদারার। কারণ এদিন প্রথম সেটে হেরে কিছুটা বিমর্ষ হয়ে পড়েছিলেন তিনি। অবশ্য পরের দুই সেটে দাপুটে জয় নিয়ে শেষ আটে পৌঁছনোর পাশাপাশি ৫ বছরের বেশি সময় পর আবারও শীর্ষে ফিরলেন এই সুইস তারকা।

উল্লেখ্য, টেনিসের ইতিহাসে সর্বোচ্চ ৩০৩ সপ্তাহ টানা নাম্বার ওয়ান থাকার রেকর্ড এখনও রজার ফেদেরারের। ২০০৩ সালে প্রায় ১৫ বছর আগে তিনি প্রথমবার শীর্ষে উঠেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

রটারডাম ওয়ার্ল্ড টেনিসে ফেদেরারার জয়

রটারডাম ওয়ার্ল্ড টেনিসে ফেদেরারার জয়

সেরেনার ব্যস্ততায় মেয়েকে সামলাবেন স্বামী

সেরেনার ব্যস্ততায় মেয়েকে সামলাবেন স্বামী

কাতার ওপেন থেকে শারাপোভার বিদায়

কাতার ওপেন থেকে শারাপোভার বিদায়

টি-টোয়েন্টিতে সৌম্যের প্রথম হাফ-সেঞ্চুরি

টি-টোয়েন্টিতে সৌম্যের প্রথম হাফ-সেঞ্চুরি