সর্বোচ্চ আয়ে সেরেনাকে পিছনে ফেললেন ওসাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৩ মে ২০২০
সর্বোচ্চ আয়ে সেরেনাকে পিছনে ফেললেন ওসাকা

ফাইল ছবি

১৯৯০ সাল থেকে নারী অ্যাথলিটদের আয়ের হিসাব প্রকাশ শুরু করা হয়েছে। শুরুর পর থেকে টেনিস খেলোয়াড়রাই সব সময় শীর্ষের জায়গাটা দখল করে নিয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে দীর্ঘ চার বছর পর রদবদল এসেছে শীর্ষস্থানে।

আয়ের দিক থেকে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামসকে পিছনে ফেলেছেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। এরই সুবাদে জাপানের এই তারকা বনে গেছেন বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী নারী অ্যাথলিট হিসেবে।

স্থগিত হওয়া টোকিও অলিম্পিক তৈরির ক্ষেত্রে ওসাকা জাপানের জনপ্রিয় ব্যক্তিত্ব হিসাবে কাজ করেছেন এবং বিশ্বব্যাপী ব্র্যান্ড নাইক, নিসান এবং ইয়োনেক্সের সাথে লাভজনক চুক্তি সম্পাদন করেছেন।

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী ওসাকা গত ১২ মাসে প্রাইজমানি ও স্পন্সর চুক্তি থেকে আয় করেছেন ৩০.৭ মিলিয়ন পাউন্ড। ৩৮ বছরের সেরেনার চেয়ে ১.১৫ মিলিয়ন পাউন্ড বেশি আয় করেছেন দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ওসাকা।

ওসাকা ও সেরেনা দুজনেই ভেঙ্গে ফেলেছেন মারিয়া শারাপোভার গড়া আয়ের রেকর্ডটি। ২০১৫ সালে এই রাশিয়ান গ্ল্যামার গার্ল এক বছরে সর্বোচ্চ ২৪.৪ মিলিয়ন পাউন্ড আয় করে মেয়েদের সর্বোচ্চ আয়ের রেকর্ডটা গড়ে ছিলেন।

২০২০ সালে ফোর্বসের ১০০ শীর্ষ আয়ের অ্যাথলিটদের তালিকায় ওসাকা রয়েছেন ২৯তম স্থানে। তার চেয়ে চার ধাপ পিছিয়ে ৩৩তম স্থানে রয়েছেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা। আগামী সপ্তাহে পূর্ণ তালিকা প্রকাশ করা হবে।

বিগত চার বছর ধরে বিশ্বের সর্বোচ্চ আয়ের নারী ক্রীড়াবিদ ছিলেন উইলিয়ামস, তার আগে টানা পাঁচ বছর শাসন করেছিলেন মারিয়া শারপোভা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চলে গেলেন টেনিস কিংবদন্তি কুপার

চলে গেলেন টেনিস কিংবদন্তি কুপার

ইউএস ওপেন আয়োজনে বিকল্প ভাবনা

ইউএস ওপেন আয়োজনে বিকল্প ভাবনা

ফেডকাপ হার্ট অ্যাওয়ার্ডের পুরো অর্থ ত্রাণ তহবিলে দিলেন সানিয়া মির্জা

ফেডকাপ হার্ট অ্যাওয়ার্ডের পুরো অর্থ ত্রাণ তহবিলে দিলেন সানিয়া মির্জা

‘ভাষাগত’ সমস্যায় ১৪ বছর বয়সে প্রেমিকাকে হারান নাদাল

‘ভাষাগত’ সমস্যায় ১৪ বছর বয়সে প্রেমিকাকে হারান নাদাল