করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে আছে সবধরনের খেলা। খেলা বন্ধ থাকায় ঘরে বসে অলস সময় পার করছেন ক্রীড়াবিদরা। করোনার এ সঙ্কটময় অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক ক্রীড়াবিদ। এবার হাসপাতালের কর্মীদের পাশে দাঁড়াতে অভিনব এক পদ্ধতি ব্যবহার করলেন টেনিস তারকা জেনি বাউচার্ড।
করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে ভক্তের সাথে ডেটিংয়ে যেতে রাজি হয়েছেন বাউচার্ড। মার্চে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ডেটিংয়ে যাওয়ার ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন এ কানাডিয়ান টেনিস তারকা। পরে তিনি আরও বেশ কয়েকটি বার্তা দিয়েছিলেন।
স্পোর্টসকাস্টার অ্যালিফোর্সের সাথে ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন ২৬ বছর বয়সী কৌতুক অভিনেতা বব মেনারি বাউচার্ডের সাথে ডেটিংয়ে যেতে রাজি হয়। বাউচার্ডের সাথে ডেটিংয়ে যেতে ৪০০ মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেন বব। তবে বাউচার্ড জানিয়েছিলেন তাকে ৩০০০ মিলিয়ন দিতে হবে যা দিয়ে তিনি হাসপাতালের কর্মীদের খাবার কিনে দিতে পারেন।
টেনিস তারকা বলেন, আপনি আমাকেও সাহায্য করেছেন। আপনি আমার কাছে ঠিক আছেন কারণ সত্যি আমার এমন একজন প্রয়োজন ছিল।
প্রতিউত্তরে বব বলেন, আমি রাজি হয়েছি। কারণ আমি এই কাজের অংশীদার হতে চাই।
এবারই প্রথম নয় এর আগে ২০১৭ সালে এক ভক্তের সাথে ডেটিংয়ে গিয়েছিলেন তিনি৷ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রস্তাবে তিনি অভ্যস্ত।
La Genie just accepted a date in exchange for 3k meals to support local business, she is the goat... kkkk even 4k if she does her british accent @geniebouchard t mmste pic.twitter.com/CGT1QBvpk7
— O.G Kush (£onely ßoy) (@cokythelad) April 11, 2020