করোনাভাইরাসের কারণে এবার পিছিয়ে গেল টেনিসের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। ২৪ মে থেকে এ আসর শুরু হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর এবং চলবে ৪ অক্টোবর পর্যন্ত। আয়োজক সূত্র এ ঘোষণা দিয়েছে।
ফ্রেঞ্চ ওপেন আয়োজক সংস্থা জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে গ্র্যান্ড স্ল্যাম আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাওয়া কোনভাবেই সম্ভব নয়। যে কারণে টুর্নামেন্ট পিছিয়ে দিতে আমরা বাধ্য হচ্ছি।’
বলা হয়, ‘পুরো বিশ্বই আজ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত। আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন রোলা গ্যাঁরো সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
করোনাভাইরাসের মহামারি ঠেকাতে ইউরোপের প্রায় সবগুলো দেশই মঙ্গলবার (১৭ মার্চ) লকডাউন ঘোষণা করেছে। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাকরন এ ভাইরাসের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করায় প্রতিটি নাগরিককে নিজ ঘরে সেলফ কোয়ারাইন্টানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন তারিখ অনুযায়ী ইউএস ওপেন শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে ফ্রেঞ্চ ওপেন শুরু হবে। এর ফলে খেলোয়াড়রা ঐতিহ্যগত হার্ড কোর্ট মৌসুমের মাঝামাঝিতে ক্লে-কোর্ট গ্র্যান্ড স্ল্যামে অংশ নেবেন।
একইসাথে ফ্রেঞ্চ ওপেনের কারণে বেশ কয়েকটি টুর্নামেন্টে খেলোয়াড়দের অংশ নেয়া বিঘ্নিত হবে। এর মধ্যে অন্যতম বোস্টনে অনুষ্ঠিত লেভার কাপ, যেখানে বিশ্বের প্রায় সব শীর্ষ খেলোয়াড়ই ওয়াল্ড টিমে খেলে থাকেন। রজার ফেদেরার ইতোমধ্যেই এ টুর্নামেন্টে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন।
এর আগে গত সপ্তাহে এটিপি ছয় সপ্তাহের জন্য পুরুষদের সব ধরনের টুর্নামেন্ট বাতিলের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনও তাদের সব টুর্নামেন্ট ২০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে। এদিকে ডব্লিউটিএ ২ মে পর্যন্ত নারীদের সবধরনের আয়োজন বাতিল করেছে। এপ্রিলে বুদাপেস্টে অনুষ্ঠিতব্য ফেড কাপের ফাইনালও বাতিল হয়ে গেছে।