বিদায় বললেন মারিয়া শারাপোভা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০
বিদায় বললেন মারিয়া শারাপোভা

সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়ে নিলেন টেনি তারকা মারিয়া শারাপোভা। পাঁচবারের গ্র্যান্ডস্লামজয়ী রাশিয়ান এ টেনিস ললনা ৩২ বছর বয়সে টেনিসকে বিদায় বলে দিলেন।

সাবেক বিশ্বসেরা টেনিস তারকার শরীর যেন আর টানছে না। কাঁধের চোটটা ক্যারিয়ারের ভালো সময়কেও ভুলিয়ে দিচ্ছে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে নিলেন। ভোগ এবং ভ্যানিটি ফেয়ার সাময়িকীর এক প্রতিবেদনে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন মারিয়া শারাপোভা

টেনিস ক্যারিয়ারে তার উত্থানটা ছিল বিশ্বকে কাঁপিয়ে। ১৭ বছরের বালিকা শারাপোভা ২০০৪ সালের উইম্বলডন জিতে রীতিমত হইচই ফেলে দেন। এরপর ক্যারিয়ারে আরও চারবার জিতেন গ্র্যান্ডস্লাম। ২০১৪ সালের ফরাসি ওপেন ছিল তার শেষ। সাবেক নাম্বার ওয়ান ক্যারিয়ারে জিতেছেন ৩৬টি ডব্লিউটিএ শিরোপা।

তবে ক্যারিয়ারে সুন্দর সময়ে কলঙ্কের দাগ লাগে ২০১৬ সালে। ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ায় নিষিদ্ধ হন ১৫ মাসের জন্য। মূলত সেই নিষেধাজ্ঞাই এ রুশ তারকার ক্যারিয়ারের লাগাম টেনে দিয়েছে। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৭ সালে ফিরলেও নিজেকে খুঁজে পাননি। বেশ কয়েকবার পড়েছেন চোটে।

তাই তো বিদায়বেলায় শারাপোভা বলেন, ‌‘আমি এখন এখানে নতুনের মতো, দয়া করে আমাকে ক্ষমা করবেন। টেনিস, তোমাকে বিদায় বলছি।’

শারাপোভা জানান, গত বছর ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসের কাছে ৬-১, ৬-১ সরাসরি সেটে হারের পরই বুঝে গিয়েছিলেন, শেষের পথে চলে এসেছেন। ওই বছর পরে আর খেলেননি। সব মিলিয়ে সে বছর কোর্টে নেমেছিলেন মাত্র দুইবার।



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়াইল্ড কার্ডে খেলা শারাপোভা দৌড় লম্বা হলো না

ওয়াইল্ড কার্ডে খেলা শারাপোভা দৌড় লম্বা হলো না

পিট সাম্প্রাসের আরও কাছে জকোভিচ

পিট সাম্প্রাসের আরও কাছে জকোভিচ

শিরোপা ধরে রাখলেন জকোভিচ

শিরোপা ধরে রাখলেন জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী সোফিয়া কেনিন

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী সোফিয়া কেনিন