দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় খেলবেন ফেদেরার-সেরেনারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০৯ জানুয়ারি ২০২০
দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় খেলবেন ফেদেরার-সেরেনারা

অস্ট্রেলিয়ার উপকূলে ভয়াবহ দাবানলে পুড়ছে শত শত বাড়িঘর। দাউ দাউ করে জ্বলা আগুনে পুড়ছে দেশটির বন-জঙ্গল। আগুনের বলয়ে আটকে পড়েছেন নিরাশ্রয় মানুষ। চলমান ভয়াবহ এ দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ সংগ্রহে এবার এগিয়ে আসলেন টেনিসের বিশ্ব শীর্ষ তারকা রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামসরা।

গত সপ্তাহে টেনিস অস্ট্রেলিয়া থেকে ঘোষণা দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন শুরুর সপ্তাহখানেক আগে ১৫ জানুয়ারি মেলবোর্নের রড লেভার এরিনার সেন্টার কোর্টে ফান্ড রাইজিং প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এখানেই ফেদেরার, সেরেনা, নাদালদের সাথে আরও খেলবেন নাওমি ওসাকা, ক্যারোলিন ওজনিয়াকি, নিক কিরগিওস, স্টিফানোস টিসিটসিপাস।

টেনিস অস্ট্রেলিয়ার প্রধান ক্রেইগ টিলে বলেছেন, ‘প্রায় আড়াই ঘণ্টা সময় নিয়ে এ আয়োজনটি করা হবে।’

ইতোমধ্যেই বিভিন্নভাবে প্রায় ১.২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ত্রাণ হিসেবে সংগৃহীত হয়েছে বলে টিলে জানিয়েছেন। তবে দাবানলের কারণে অস্ট্রেলিয়ান ওপেনেও তার প্রভাব পড়ার শঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি।

টিলে বলেন, ‘সেই সম্ভাবনা আপাতত নেই। যে ধরনের তথ্য এ মুহূর্তে আমাদের হাতে আছে সবকিছু ভালোর দিকে যাচ্ছে। সময় মত অস্ট্রেলিয়ান ওপেন আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।’

টিলে আরও জানান, মেলবোর্ন পার্কে তিনটি ছাদ ঢাকা স্টেডিয়াম ছাড়াও আটটি ইনডোর স্টেডিয়াম প্রস্তুত রাখা হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

যতই দিন যাচ্ছে আরও তরুণ হচ্ছি : ক্রিস গেইল

যতই দিন যাচ্ছে আরও তরুণ হচ্ছি : ক্রিস গেইল

দলনেতা মুশফিকের প্রশংসায় ফ্রাইলিঙ্ক

দলনেতা মুশফিকের প্রশংসায় ফ্রাইলিঙ্ক

ফিরছেন মারিয়া শারাপোভা

ফিরছেন মারিয়া শারাপোভা

অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে হতাশার বার্তা দিল মারে

অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে হতাশার বার্তা দিল মারে