টেনিসে নজির গড়ে পঞ্চমবারের মতো প্যারিস মার্স্টাসে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। ফাইনালে ডেনিস শাপোভালভকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি।
এদিকে এ জয়ে সার্বিয়ান তারকার এক নম্বর হিসেবে বছর শেষ করার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। ২০ বছরের শাপোভালভ অবশ্য রাফায়েল নাদাল সেমিফাইনাল ম্যাচ খেলতে না সরাসরি ফাইনালে পা রাখেন এবং নোভাকের মুখোমুখি হন।
এটিপি বিশ্ব র্যাঙ্কিংয়ে নাদালই এক নম্বরে থাকছেন। তবে চোট থাকায় স্পেনিস মহাতারকা সম্ভবত লন্ডনে ১০ নভেম্বর থেকে শুরু থেকে যাওয়া এটিপি ট্যুর ফাইনালে খেলতে পারবেন না। সেক্ষেত্রে জোকোভিচেরই এক নম্বর হিসেবে বছর শেষ করার সম্ভাবনা উজ্জ্বল।
আর সেটা হলে নোভাক জোকোভিচ স্পর্শ করবেন পিট সাম্প্রাসের রেকর্ড। এ টুর্নামেন্টে গতবার ফাইনালে রাশিয়ার কারেন খাচানভের কাছে হেরেছিলেন জোকোভিচ। তবে রোববার প্যারিসে শাপালভ দাঁড়াতেই পারেননি।
ম্যাচে একবার মাত্র তাকে ব্রেক পয়েন্ট বাঁচাতে হয়েছে। কানাডার তরুণের বিরুদ্ধে চারবার খেলে একবারও হারেননি সার্বিয়ান তারকা। মোট ৩৪টি মাস্টার্স খেতাব জিতলেন টেনিস জীবনে। আর একটা জিতলে ধরে ফেলবেন নাদালকে।
এটিপি ট্যুরে জোকোভিচের এটি ৭৭ নম্বর খেতাব। এ বছর উইম্বলডন এবং যুক্তরাষ্ট্র ওপেন ছাড়া মাদ্রিদ, টোকিয়ো ওপেনেও তিনি চ্যাম্পিয়ন হয়েছেন।