অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে ক্যারিয়ারে শুধুমাত্র প্রথমবারের মত গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখাননি, দীর্ঘ ছয় বছর পরে পুনরায় ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ের শীর্ষেও ফেরেছেন ড্যানিশ তারকা ক্যারোলিন ওজনিয়াকি।
বিশ্বের এক নম্বর রুমানিয়ান তারকা সিমোনা হালেপকে মেলবোর্নের ফাইনালে পরাজিত করে ২৭ বছর বয়সী ওজনিয়াকি শিরোপা জয় করেন। র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শুরু করেছিলেন ওজনিয়াকি। এ জয়ে তিনি শীর্ষে উঠলেও হালেপ নেমে গেছেন দ্বিতীয় স্থানে। এদিকে হালেপের কাছে সেমিফাইনালে পরাজিত জার্মান অ্যাঞ্জেলিক কারবার নবম স্থান থেকে সপ্তম স্থানে ওঠে এসেছেন। আরেক সেমিফাইনালে পরাজিত বেলজিয়ামের এলিস মার্টেনস ২০তম স্থান থেকে ১৭তম স্থানে ওঠে এসেছেন।
যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ভেনাস উইলিয়ামস প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ায় তিন ধাপ নিচে নেমে অষ্টম স্থানে রয়েছেন।
শীর্ষ ১০ ডব্লিউটিএ র্যাঙ্কিং :
১. ক্যারোলিন ওজনিয়াকি (ডেনমার্ক), রেটিং পয়েন্ট ৭৯৬৫
২. সিমোনা হালেপ (রুমানিয়া), রেটিং পয়েন্ট ৭৭১৫
৩. এলিনা সেভিতোলিনা (ইউক্রেন), রেটিং পয়েন্ট ৬০৮৫
৪. গারবিন মুগুরুজা (স্পেন), রেটিং পয়েন্ট ৫৬৯০
৫. ক্যারোলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র), রেটিং পয়েন্ট ৫৪৪৫
৬. হেলেনা ওস্তাপেনকো (লাটভিয়া), রেটিং পয়েন্ট ৪৯০১
৭. ক্যারোলিন গার্সিয়া (ফ্রান্স), রেটিং পয়েন্ট ৪৪৯৫
৮. ভেনাস উইলিয়ামস (যুক্তরাষ্ট্র), রেটিং পয়েন্ট ৪২৭৮
৯. এ্যাঞ্জেলিক কারবার (জার্মানী), রেটিং পয়েন্ট ৩০৩১
১০. ক্রিস্টিনা ¤øাডেনোভিচ (ফ্রান্স), রেটিং পয়েন্ট ২৯৩৫।