রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে দানিল মেদভেদেভকে হারিয়ে ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। আর্থার অ্যাশ স্টেডিয়ামে এ নাটকীয়তা চলে চার ঘণ্টা ৫১ মিনিট। শেষ পর্যন্ত বাজিমাত করেন নাদল। তার হাতেই ওঠে ইউএস ওপেন।
পাঁচ সেটের লড়াই শেষে মেদভেদেভকে ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ সেটে হারান চলতি বছর ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়কারী নাদাল। এ নিয়ে চতুর্থবারের মতো ইউএস ওপেন জিতলেন এ স্প্যানিয়ার্ড।
রোববার রাতে নিউইয়র্কে দাপুটে শুরু করেন নাদাল। সরাসরি সেটে জিততে যাচ্ছেন স্প্যানিশ মহা তারকা -এমনটাই ভাবা হচ্ছিল। তবে চমক দেখান প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা ২৩ বছর বয়সী রাশিয়ান টেনিস তারকা মেদভেদেভ। ম্যাচটিকে টেনে নিয়ে যান পঞ্চম সেটে। ৩৩ বছর বয়সী নাদালকে ফেলেন কঠিন পরীক্ষার মুখে।
তবে শেষ পর্যন্ত ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হন রাফায়েল নাদাল। এ নিয়ে চতুর্থবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককের শিরোপা পেলেন নাদাল।
২০১০, ২০১৩ ও ২০১৭ সালের পর এবার ২০১৯। এটি তার ১৯ নম্বর গ্র্যান্ড স্লাম শিরোপা। পুরুষদের টেনিসে তার চেয়ে এগিয়ে রয়েছেন শুধু সুইজারল্যান্ডের কিংবদন্তি রজার ফেদেরার।