সহজ জয়ে ইউএস ওপেন টেনিসে মহিলা এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই জাপানের নাওমি ওসাকা। তবে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে সপ্তম বাছাই নেদারল্যান্ডসের কিকি বার্টেন্স।
শক্তির বিচারে বার্টেন্সের চেয়ে বেশ পিছিয়ে ছিলেন ২৬তম বাছাই জার্মানির জুলিয়া জর্জেস। কিন্তু কাগজে-কলমের হিসাবকে পাল্টে দিয়েছেন জর্জেস।
প্রথম সেটেই বার্টেন্সকে ৬-২ গেমে পরাজিত করেন জর্জেস। প্রথম সেট হেরেও ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন বার্টেন্স। কিন্তু জর্জেস সেটি হতে দেননি।
আক্রমণাত্মক পরিকল্পনায় খেলে দ্বিতীয় সেটও ৬-৩ গেমে জিতে নেন জর্জেস। শেষ পর্যন্ত ১ ঘণ্টা ১৭ মিনিটে তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতে কোর্ট ছাড়েন জর্জেস।
ফেভারিট হিসেবে প্রত্যাশিত জয় পেয়েছেন ওসাকা। হেসেখেলেই জয় পেয়েছেন তিনি। অবাছাই আমেরিকার করি গফকে মাত্র ১ ঘণ্টা ৫ মিনিট স্থায়ী ম্যাচে ৬-৩ ও ৬-০ গেমে দু’টি সেট জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন ওসাকা।