সিমোনা হ্যালেপ বিশ্ব টেনিসে প্রতিষ্ঠিত এক নাম। গত কয়েক বছর ধরেই টেনিস দুনিয়ায় দাপট দেখাচ্ছেন এই রোমানিয়ান। গত দুই বছরে দুটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টও জিতে নিয়েছেন তিনি। সেইসঙ্গে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নিয়েছিলেন তিনি।
সেই হ্যালেপের এবারের লক্ষ্য ইউএস ওপেনের শিরোপা। মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের শিরোপা জয়ের মিশন নিয়েই কোর্টে নামবেন সিমোনা হ্যালেপ।
প্রথমেই তাকে মোকাবিলা করতে হবে যুক্তরাষ্ট্রের নিকল গিবসকে। এ ম্যাচে ফেবারিটের তকমা হ্যালেপের দিকেই থাকছে। কারণ তিনি যে গ্র্যান্ড স্ল্যাম দুটি জিতে নিয়েছের এর একটি আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ও আরকেটি সেরেনারই স্বদেশী স্লোয়ানে স্টিফেন্সকে পরাজিত করে। গত মৌসুমে ফাইনাল পর্যন্তও গিয়েছিলেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হ্যালেপ বলেন, ‘আগের চেয়ে এখন আমি অনেক অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। আমার পক্ষে যতটা সম্ভব ঠিক ততটাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। এখানকার পরিবেশের জনাকীর্ণটা বেশি এবং ব্যতিক্রমও। চারপাশে অনেক মানুষে পরিপূর্ণ। আমার এটা খুবই পছন্দ, তবে দর্শক হিসেবে। খেলোয়াড় হিসেবে আমার কাছে কিছুটা কঠিন মনে হয়। তবে যতই বছর যাচ্ছে ততই আমি ভালো করছি। এখানে উন্নতির জন্য আমাকে আরও কঠোর কাজ করতে হবে।’