চলমান ইউএস ওপেন টেনিসে মহিলা এককে শীর্ষ বাছাই হিসেবে খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা। গতবার যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের মত গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয় করেছিলেন ওসাকা।
শিরোপা জয়ের ওই ম্যাচে সরাসরি সেটেই সেরেনাকে হারিয়ে দেন ওসাকা। ৬-২ ও ৬-৪ গেমে জয় পান ২১ বছর বয়সী ওসাকা। ইউএস ওপেন ছাড়াও চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন ওসাকা।
দ্বিতীয় বাছাই হিসেবে কোর্টে নামবেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্তি। ইউএস ওপেনে ভালো সাফল্য নেই তার। ২০১৮ সালে চতুর্থ রাউন্ড খেলতে পারাটাই তার সেরা সাফল্য। তবে ক্যারিয়ারে একবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড রয়েছে বার্তির। চলতি বছরই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেন তিনি।
তৃতীয় বাছাই হয়েছেন চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভা। ২০১৬ সালে ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেননি তিনি। ফলে গ্র্যান্ড স্ল্যামে এটিই তার সেরা সাফল্য।
চতুর্থস্থানে রয়েছেন দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রোমানিয়ার সিমোনা হালেপ। তবে ইউএস ওপেনে সেমিফাইনালের গন্ডি পর্যন্তই যেতে পেরেছেন তিনি। তাও সেটি ২০১৫ সালে। ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০১৯ সালে উইম্বলডনের শিরোপা জয় করেন হালেপ।
২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা উইলিয়ামস রয়েছেন অষ্টম স্থানে। ২০১৪ সালে সর্বশেষ ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন সেরেনা।
মহিলা এককে শীর্ষ দশ বাছাই
১. নাওমি ওসাকা (জাপান)
২. অ্যাশলে বার্তি (অস্ট্রেলিয়া)
৩. ক্যারোলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র)
৪. সিমোনা হালেপ (রোমানিয়া)
৫. এলিনা সভেৎলিনা (ইউক্রেন)
৬. পেত্রা কেভিতোভা (চেক প্রজাতন্ত্র)
৭. কিকি বার্টেন্স (নেদারল্যান্ডস)
৮. সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র)
৯. আরিনা সাবালেঙ্কা (বেলারুশ)
১০. ম্যাডিসন কেইস (যুক্তরাষ্ট্র)।