অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে নিজ নিজ ম্যাচে জয়লাভের মাধ্যমে ফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ ও দ্বিতীয় বাছাই ডেনমার্কের ক্যারোলিনা ওজনিয়াকি।
মহিলা একেকের সেমিফাইনালে রোমানিয় তারকা হালেপ সাবেক চ্যাম্পিয়ন জার্মানির এঞ্জেলিক কারবারকে ৬-৩, ৪-৬ ও ৯-৭ গেমে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছেন। অপরদিকে বেলজিয়ান অবাছাই এলিসে মার্টিনসকে ৬-৩, ৭-৬ ও ৭-২ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন ওজনিয়াকি। ফাইনালে দু’জনই ক্যারিয়ারের প্রথম গ্যান্ড স্ল্যামের জন্য লড়বেন।
খেলা শেষে ওজনিয়াকি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে হালেপও আমার মত পিছিয়ে পড়েছিলেন। আমার মনে হয় আসন্ন ম্যাচটি খুবই রোমঞ্চকর হবে। কারণ দু’জনই র্যাংকিংয়ের শির্ষস্থানের জন্য লড়ছি।’
হালেপ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি তাকে (ওজনিয়াকি) বেশ সমীহ করি। এটিও জানি যে দু’জনের জন্যই সমান পরিস্থিতি অপেক্ষা করছে। এই ম্যাচের পর আমি খুব ভালোভাবে বিশ্রাম নেব, পরের লড়াই সেরাটা দেয়ার জন্য। আমার বিশ্বাস সেরাটা দিতে পারলে ম্যাচে জয় পাবার সুযোগ থাকবে।’
আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।