জকোভিচকে হারিয়ে ফাইনালে মেদভেদেভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৮ আগস্ট ২০১৯
জকোভিচকে হারিয়ে ফাইনালে মেদভেদেভ

বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচকে হারিয়ে সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষ বিভাগের ফাইনালে উঠেছেন ডানিল মেদভেদেভ। নবম বাছাই রাশিয়ার মেদভেদেভ অপ্রত্যাশিতভাবে ৩-৬, ৬-৩, ৬-৩ গেমে জকোভিচকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেন।

ম্যাচ শেষে মেদভেদেভ বলেন, ‘বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে হারিয়ে ফাইনালে ওঠার অনুভূতিটাই অন্যরকম।’

অন্যদিকে জকোভিচ প্রশংসা করেছেন প্রতিপক্ষ মেদভেদেভের। তবে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও আগামী ২৬ আগস্ট শুরু হওয়া ইউএস ওপেনে চোখ জকোভিচের। এখানের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন তিনি।

শিরোপা নির্ধারণী ম্যাচে মেদভেদেভের প্রতিপক্ষ বেলজিয়ামের ডেভিড গোফিন। ষোড়শ বাছাই গোফিন ৬-৩, ৬-৪ গেমে ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম এটিপি মাস্টার্সের ফাইনাল নিশ্চিত করেছেন।sportsmail24

বার্টিকে হারিয়ে ফাইনালে কুজনেতসোভা
শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টিকে হারিয়ে অপ্রত্যাশিতভাবে সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলা বিভাগের ফাইনালে উঠেছেন রাশিয়ার দুইটি গ্র্যান্ড স্ল্যামের মালিক কুজনেতসোভা। বার্টিকে ৬-২, ৬-৪ গেমে পরাজিত করেন তিনি।

ফাইনালে কুজনেতসোভার প্রতিপক্ষ যুক্তরাস্ট্রের মেডিসন কেস। ২০১৭ ইউএস ওপেন চ্যাম্পিয়ন কেস ৭-৫,৬-৪ গেমে স্বদেশী সোফিয়া কেনিনকে পরাজিত করেছিলেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

খেলতে না পেরে কাঁদলেন সেরেনা

খেলতে না পেরে কাঁদলেন সেরেনা

ইউএস ওপেনে খেলার সিদ্ধান্ত পাল্টালেন মারে

ইউএস ওপেনে খেলার সিদ্ধান্ত পাল্টালেন মারে

সিনসিনাটি থেকেও সরে গেলেন সেরেনা

সিনসিনাটি থেকেও সরে গেলেন সেরেনা

টাইব্রেকারে হার মানেন টিটসিপাস ও নিশিকোরি

টাইব্রেকারে হার মানেন টিটসিপাস ও নিশিকোরি