মারিন চিলিসের দাপটের সামনে ভেঙে চুরমার হয়ে গেল বিট্রিশ বিস্ময় কাইল এডমুন্ডের স্বপ্ন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ান তারকার কাছে সরাসরি সেটে হেরে বিদায় নিতে হয়েছে তাকে।
ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে ৬ নম্বর র্যাংকধারী চিলিসের জোড়ালো শক্তির সামনে দাঁড়াতেই পারেননি এডমুন্ড। ২ ঘণ্টা ১৮ মিনিট স্থায়ী সেমি-ফাইনালের ম্যাচে ৬-২, ৭-৬, ৭-৪ ও ৬-২ গেমে হার মানতে বাধ্য হন টেনিসের ইতিহাসে চতুর্থ ব্রিটিশ তারকা হিসেবে ওষ্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা ২৩ বছর বয়সি অবাছাই তারকা।
এদিকে এ জয়ের ফলে চিলিস ফাইনালে মুখোমুখি হবেন বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদারার কিংবা দক্ষিণ কোরিয়ার উদীয়মান তারকা চুং হেওনের বিপক্ষে। পুরুষ একেকের শেষ চারে জায়গা পাওয়া এই দুই তারকা ফাইনালে ওঠার লড়াইয়ে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজ (শুক্রবার)।
খেলা শেষে চিলিস বলেন, ‘সব মিলিয়ে আমার অনুভুতি চমৎকার। এখন ফাইনাল থেকে আমি দুই দিনের দূরত্বে রয়েছি।’