টাইব্রেকারে হার মানেন টিটসিপাস ও নিশিকোরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৬ আগস্ট ২০১৯
টাইব্রেকারে হার মানেন টিটসিপাস ও নিশিকোরি

পুরুষ এককে সিনসিনাটি টেনিস মাস্টার্সের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন পঞ্চম বাছাই গ্রিসের স্টেফানো টিটসিপাস ও ষষ্ঠ বাছাই জাপানের কেই নিশিকোরি। দু’জনই অবাছাই খেলোয়াড়দের কাছে হেরেছেন।

দ্বিতীয় রাউন্ডে টিটসিপাসের প্রতিপক্ষ ছিলেন অবাছাই জার্মানির ইয়ান লেনার্ড স্ট্রাফ। প্রথম সেটেই জয় পান স্ট্রাফ। ৬-৪ গেমে প্রথম সেটটি জিতে নেন তিনি। পরের সেটেও জয়ের পথ তৈরি করলেও হাল ছাড়েননি টিটসিপাস। শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যান তিনি। আর সেখানেই বাজিমাত করেন টিটসিপাস। টাইব্রেকারে জয় তুলে নেন তিনি। ৬-৭ (৫/৭) জয় পান টিটসিপাস।

দ্বিতীয় সেটের মত তৃতীয় ও শেষটিও উত্তেজনাপূর্ণ করে তুলেন স্ট্রাফ-টিটসিপাস। দু’জনের তুমুল লড়াইয়ের ফলে এ সেটটিও গড়ায় টাইব্রেকারে। তবে এবার আর লড়াইয়ে জিততে পারেননি টিটসিপাস। ৭-৬ (৮/৬) গেমে জয় তুলে নিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন স্ট্রাফ।

টিটসিপাস লড়াই করে হারলেও স্বদেশী ইয়োসিহিতো নিশিওকার কাছে সরাসরি সেটেই হেরে যান নিশিকোরি। প্রথম সেটে দারুণ লড়াই করেছিলেন নিশিকোরি। তবে টাইব্রেকারে হার মানেন তিনি।

৭-৬ (৭/২) গেমে প্রথম সেট জিতেন নিশিকা। আর দ্বিতীয় সেট দ্রুতই শেষ করে ফেলেন নিশিকা। ৬-৪ গেমে জয় তুলে নেন তিনি। ফলে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয় নিশিকোরিকে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সিনসিনাটি থেকেও সরে গেলেন সেরেনা

সিনসিনাটি থেকেও সরে গেলেন সেরেনা

ইউএস ওপেনে খেলার সিদ্ধান্ত পাল্টালেন মারে

ইউএস ওপেনে খেলার সিদ্ধান্ত পাল্টালেন মারে

কাশ্মীরের উত্তাপ খেলার মাঠে

কাশ্মীরের উত্তাপ খেলার মাঠে

খেলতে না পেরে কাঁদলেন সেরেনা

খেলতে না পেরে কাঁদলেন সেরেনা