প্রথম সেটে পরাজিত হয়েও শেষ পর্যন্ত প্যারিস মাস্টার্সের শিরোপা জয় করেছেন যুক্তরাস্ট্রের জ্যাক সক। রোববার ফাইনালে সক সার্বিয়ার বাছাই খেলোয়াড় ফিলিপ ক্রাজিনোভিচকে ৫-৭, ৬-৪, ৬-১ গেমে পরাজিত করে শিরোপা নিশ্চিত করেছেন।
এদিকে বছরের শেষ টুর্নামেন্ট ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে জায়গা করে নিয়েছেন এই মার্কিনী। শেষ খেলোয়াড় হিসেবে সক লন্ডনে খেলতে যাচ্ছেন তিনি।
১৬তম বাছাই সক প্রথম খেলোয়াড় হিসেবে প্যারিস মাস্টার্সের শীর্ষ ১০ জনের মধ্যে না থেকেও শিরোপা জেতার কৃতিত্ব দেখালেন। প্রথম সেটে ৫-৭ ব্যবধানে পরাজিত হলেও ২৫ বছর বয়সী সক দারুনভাবে লড়াই করে ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা নিজের করে নিয়েছেন।
ফাইনাল শেষে উচ্ছ্বসিত সক বলেছেন, এখানে খেলতে আসার আগে কোনদিনও চিন্তা করিনি লন্ডনে নিজেকে নিয়ে যেতে পারবো। প্রথম সেটে হেরে গিয়ে সেই স্বপ্ন আরো ফিকে হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যা কিছুই অর্জিত হয়েছে তা সত্যিই অসাধারণ।