ইউএস ওপেনের সিঙ্গেলসে খেলবেন না গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে। গত জানুয়ারিতে হিপ ইনজুরিতে পড়েছিলেন তিনি। সুস্থ হয়ে সিনসিনাটি মাস্টার্সে খেলতে নেমেই প্রথম ম্যাচ হেরে যান সাবেক নাম্বার ওয়ান মারে। ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটের কাছে ৬-৪ ও ৬-৪ গেমে হেরে গেছেন তিনি।
ওই ম্যাচ হেরে ইউএস ওপেন নিয়ে নিজের সিদ্বান্ত জানান মারে। বলেন, ‘গ্যাসকুয়েটে মুখোমুখি হওয়ার আগে ইউএস ওপেনের জন্য ওয়াইল্ড কার্ড গ্রহণের বিষয়ে সিদ্বান্ত নিতে বলা হয়েছিল। কিন্তু আমি মনে করি না, এ ম্যাচের আগে এমন সিদ্বান্ত নিতে পেরেছি।’
শারীরিকভাবে ফিট না থাকায় ইউএস ওপেনের সিঙ্গেলসে না খেললেও ডাবল ও মিক্সড ডাবলে খেলবেন বলে জানিয়েছেন মারে। নিউ ইর্য়কে আগামী ২৬ আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন।
তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সময় ইনজুরিতে পড়েন। মে মাসের শেষের দিকে অস্ত্রোপচার করান তিনি। ধারণা ছিল, ইউএস ওপেনে খেলবেন। কিন্তু নিজেকে এখনো পুরোপুরি ফিট মনে করছেন না মারে।