সিনসিনাটি থেকেও সরে গেলেন সেরেনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৪ আগস্ট ২০১৯
সিনসিনাটি থেকেও সরে গেলেন সেরেনা

ফাইল ছবি

পিঠের ইনজুরির কারণে মন্ট্রিল টেনিস টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারেননি যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এবার একই কারণে সিনসিনাটি টেনিস টুর্নামেন্ট থেকেও নিজেকে সরিয়ে নিলেন যুক্তরাষ্ট্রের এ টেনিস তারকা।

গত সপ্তাহে মন্ট্রিলে রর্জাস কাপের ফাইনালের মাঝপথ থেকে নিজেকে সরিয়ে নেন সেরেনা। সে সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। এবার সিনসিনাটির প্রথম রাউন্ডের ম্যাচে কোর্টেই নামতে পারলেন না সেরেনা। ফলে প্রতিপক্ষ অবাছাই কাজাকস্তানের জারিনা ডাইয়াস ওয়াকওভার পান।

সিনসিনাটি থেকে নিজেকে সরিয়ে নিয়ে হতাশার সুরে সেরেনা বলেন, ‘এ টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়ে আমি খুবই হতাশ। এখানে খেলতে আমি খুবই পছন্দ করি।’

এই নিয়ে পঞ্চমবারের মত গ্র্যান্ড স্ল্যামের বাইরে কোন টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন সেরেনা।

সিনসিনাটিতে খেলার জন্য নিজেকে তৈরিও করেছিলেন সেরেনা। বলেন, ‘নিজেকে তৈরি করেই এখানেই এসেছিলাম। সকালে অনুশীলনের সময়ও খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু হঠাৎ করেই ব্যথা অনুভব করি এবং আসর থেকে নিজেকে সরিয়ে নিলাম।’

২৬ আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নে বিভোর হয়ে আছেন সেরেনা। তার আগে এমন ইনজুরি সেরেনার জন্য বড় চিন্তার কারণ।

২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক আসন্ন ইউএস ওপেনে খেলতে পারবেন কি-না, তা এখন সংশয়ের বিষয়।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

কাশ্মীরের উত্তাপ খেলার মাঠে

কাশ্মীরের উত্তাপ খেলার মাঠে

খেলতে না পেরে কাঁদলেন সেরেনা

খেলতে না পেরে কাঁদলেন সেরেনা

অর্থ উপার্জনে শীর্ষে সেরেনা ও ওসাকা

অর্থ উপার্জনে শীর্ষে সেরেনা ও ওসাকা

তীরে এসে তরী ডুবল সেরেনার, রজার্স চ্যাম্পিয়ন নাদাল

তীরে এসে তরী ডুবল সেরেনার, রজার্স চ্যাম্পিয়ন নাদাল