পিঠের ইনজুরির কারণে খেলতে না পেরে অঝোরে কাঁদলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। মন্ট্রিল টেনিস টুর্নামেন্টের ফাইনালে খেলার জন্য কোর্টে নেমে সেট চলাকালেই পিঠে চোট পান তিনি। পরে ব্যথার কারণে আর খেলতে পারেননি এ টেনিস তারকা। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন।
রোববার (১১ আগস্ট) ফাইনালে প্রথম সেট চলাকালেই পিঠে চোট পান তিনি। এর জেরে চোখের জলে ম্যাচ ছাড়তে বাধ্য হন ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী মার্কিন টেনিস তারকা।
খেলতে না পারায় শেষ পর্যন্ত মন্ট্রিল টেনিস টুর্নামেন্টের ফাইনালে ওয়াকওভার দেন অস্টম বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ফলে আর না খেলেই এ টুর্নামেন্টের শিরোপা জিতে নেন অবাছাই কানাডার বিয়ানকা আন্দ্রেসকু।
১৯৬৯ সালের পর প্রথম কোন কানাডিয়ান মন্ট্রিলের শিরোপা জিতলেন। তবে ডব্লুটিএর দ্বিতীয় শিরোপা জিতলের ১৯ বছর বয়সী আন্দ্রেসকু।
ম্যাচ শেষে আন্দ্রেসকু বলেন, ‘সেরেনাকে কাঁদতে দেখে আমিও নিজেকে সামলাতে পারিনি। আমি ওর যন্ত্রণাটা অনুভব করতে পারছি।’
প্রতিদ্বন্দ্বির সৌজন্যতায় মুগ্ধ সেরেনা ম্যাচ শেষে বলেন, ‘আমি খুবই হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু ওর ব্যবহার আমাকে খুব আনন্দ দিয়েছে। কোর্টে হোক কিংবা কোর্টের বাইরে ওর ব্যবহার দেখে কখনোই মনে হয়নি ও র বয়স মাত্র ১৯।’
Not the ending we all expected, but what a moment for these two.
— Sportsnet (@Sportsnet) August 11, 2019
@Bandreescu_ wins the @RogersCup after @serenawilliams retires due to an injury. #RC19 pic.twitter.com/N5eAAe5Ntw