ফাইনালে সেরেনা, ভালো করার প্রত্যয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১১ আগস্ট ২০১৯
ফাইনালে সেরেনা, ভালো করার প্রত্যয়

মন্ট্রিল টেনিস টুর্নামেন্টে মহিলা বিভাগের ফাইনাল উঠলেন অষ্টম বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। শনিবার (১০ আগস্ট) রাতে মারি বুজকোভাকে হারিয়ে এ ফাইনাল নিশ্চিত করেছেন তিনি।

র‌্যাংকিংয়ের ৯১তম স্থানে থাকা চেক প্রজাতন্ত্রের মারি বুজকোভাকে ৬-১, ৩-৬ ও ৩-৬ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে সেরেনার প্রতিপক্ষ অবাছাই কানাডার বিয়ানকা আন্দ্রেসকু।

শেষ চারের ম্যাচে আন্দ্রেসকু ৬-৪ ও ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন অবাছাই যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে।

ফাইনালে ওঠে সেরেনা বলেন, ‘শিরোপা থেকে এক জয় দূরে। এ শিরোপাটি আমাকে আগামী ইউএস ওপেনে প্রেরণা দেবে। তাই সেমিফাইনালের মত ফাইনালেও ভালো পারফরমেন্স করতে মুখিয়ে আছি আমি।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

অর্থ উপার্জনে শীর্ষে সেরেনা ও ওসাকা

অর্থ উপার্জনে শীর্ষে সেরেনা ও ওসাকা

বিনা পোশাকে গানের ভিডিওতে সেরেনা!

বিনা পোশাকে গানের ভিডিওতে সেরেনা!

অবশেষে বিশ্রাম চাইলেন তামিম ইকবাল

অবশেষে বিশ্রাম চাইলেন তামিম ইকবাল

লন্ডন দলের প্রধান কোচ হলেন শেন ওয়ার্ন

লন্ডন দলের প্রধান কোচ হলেন শেন ওয়ার্ন