নাদালকে হারিয়ে ফাইনালে ফেদেরার, প্রতিপক্ষ জকোভিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৩ জুলাই ২০১৯
নাদালকে হারিয়ে ফাইনালে ফেদেরার, প্রতিপক্ষ জকোভিচ

দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে পরাজিত করে রেকর্ড ১২তম উইম্বলডন টেনিসের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। ফাইনালে তার প্রতিপক্ষ চার বারের বিজয়ী জকোভিচ।

২০০৮ সালে সর্বশেষ অল ইংল্যান্ড ক্লাবের ফাইনালে স্প্যানিশ তারকা নাদালকে পরাজিত করেছিলেন ফেদেরার। যে ম্যাচটিকে উইম্বলডনের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ হিসেবে এখনো বিবেচনা করা হয়।

৩৭ বছর বয়সী ফেদেরার শুক্রবার ৭-৬ (৭/৩), ১-৬, ৬-৩, ৬-৪ গেমে নাদালকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। যেখানে তার জন্য অপেক্ষায় আছেন বর্তমান চ্যাম্পিন নোভাক জকোভিচ। এ নিয়ে ফেদেরার-নাদাল একে অপরের বিপক্ষে ৪০তম ম্যাচে মুখোমুখি হলেন। আটবারের চ্যাম্পিয়ন ফেদেরার এ নিয়ে ৩১তম ফাইনালে উত্তীর্ণ হলেন।

ম্যাচ শেষে ফেদেরার বলেন, ‘আমি সত্যিই হাঁপিয়ে উঠেছিলাম। শেষের দিকে ম্যাচটা বেশ কঠিন ছিল। ম্যাচে টিকে থাকার জন্য রাফা অবিশ্বাস্য কিছু শট খেলেছে। রাফার সাথে লড়াইটা সবসময়ই বিশেষ কিছু। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু কিছ লম্বা র‌্যালি বেশ কষ্টকর ছিল।’

এদিকে শীর্ষ বাছাই ও চার বারের বিজয়ী জকোভিচ ক্যারিয়ারের ষষ্ঠ উইম্বলডন ফাইনাল ও ২৫তম মেজর ফাইনালের পথে স্পেনের ২৩তম রবার্তো বাতিস্তা আগুতকে ৬-২, ৪-৬, ৬-৩, ৬-২ গেমে পরাজিত করেছেন।

৩৯ বছর বয়সী কেন রোসওয়াল ১৯৭৪ সালে উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে খেলার পর তৃতীয় বয়ষ্ক খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল নিশ্চিত করেছেন সুইস সেনসেশন। ১৫বারের স্ল্যাম বিজয়ী জকোভিচের সাথে ফাইনালে লড়াইয়ে টিকে থাকতে হলে ফেদেরারকে বেশ কঠিন পরীক্ষার মোকাবেলা করতে হবে। এ পর্যন্ত দু’জনের মোকাবেলায় জকোভিচ ২৫-২২ ব্যবধানে এগিয়ে রয়েছেন।

ফেদেরার বলেন, নোভাক বর্তমান চ্যাম্পিয়ন এবং চলতি সপ্তাহে তিনি সেটা প্রমাণ করেছেন। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। তবে নাম্বার ওয়ান খেলোয়াড়ের বিপক্ষে খেলাটা মোটেই সহজ নয়। ফাইনালে নামার জন্য আমি মুখিয়ে আছি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

উইম্বলডনের ফাইনালে জকোভিচ

উইম্বলডনের ফাইনালে জকোভিচ

ছোটদের টেনিসে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

ছোটদের টেনিসে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

আম্পায়ারিংকে বিদায় জানাচ্ছেন আলীম দার!

আম্পায়ারিংকে বিদায় জানাচ্ছেন আলীম দার!

আর্চারের বাউন্সারে রক্ত ঝরলো ক্যারির

আর্চারের বাউন্সারে রক্ত ঝরলো ক্যারির