স্পেনের রবের্তো বাউতিস্তা আগুতেকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। এবারের আসরের প্রথম সেমিফাইনালে আগুতেকে ৬-২, ৪-৬, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন তিনি।
শুক্রবার (১২ জুলাই) ম্যাচের শুরুতে দারুণ খেলছিলেন ‘জোকার’। কিন্তু খুব দ্রুতই নিজেকে সামলে নেন প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল খেলতে নামা ২৩তম বাছাই আগুত। তবে জকোভিচের অভিজ্ঞতার কাছে পাত্তাই পাননি তিনি।
এ জয়ের ফলে ষষ্ঠবারের মতো অল ইংল্যান্ড ক্লাবের ফাইনালে খেলবেন সার্বিয়ান তারকা। এর আগে ২০১১, ২০১৪, ২০১৫ ও ২০১৯ আসরের চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
৬-২ গেমে প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেট হেরে বসেন জোকোভিচ। কিন্তু ৪-৬ গেমে জেতার পর আগুতের দৌড় থেমে যায়। শীর্ষ বাছাই জকোভিচ এরপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন। শেষ পর্যন্ত পরের দুই সেট জিতে নেন অনায়াসেই।