হাঁটুর ইনজুরির কারণে প্যারিস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালের আগে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। একই কারণে বছর শেষের ওয়ার্ল্ড ট্যুর ফাইনালেও নাদালের খেলা নিয়ে দেথা দিয়েছে সংশয়।
ক্যারিয়ারের বেশির ভাগ সময় বিশ্বের এই এক নম্বর খেলোয়াড় হাঁটু ও কব্জির ইনজুরিতে ভুগেছেন। তৃতীয় রাউন্ডে পাবলো কুয়েভাসের বিপক্ষে জয়ের পরে শুক্রবার সকালে তিনি ডান হাঁটুর ইনজুরির বিষয়টি বিবেচনা করে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। চলতি মাসের শেষে লন্ডনে ট্যুর ফাইনালে খেলার ব্যপারে এখনো কোন মন্তব্য নাদাল করেননি।
৩১ বছর বয়সী নাদাল বলেছেন, ‘এখনই লন্ডন নিয়ে কিছু বলতে চাই না। আমার জন্য বিষয়টা দীর্ঘদিনের। গতকাল ব্যাথাটা বেশ বেড়ে গিয়েছে। রাতেই চিকিৎসা নিয়েছি, এই অবস্থায় আসলে খেলা চালিয়ে যাওয়াটা সম্ভব নয়।’