ফেরারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাদাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৬ এপ্রিল ২০১৯
ফেরারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাদাল

ডেভিড ফেরারকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ১২তম বার্সেলোনা ওপেন শিরোপার পথে আরও একটি ধাপ ফেললেন রাফায়েল নাদাল। স্বদেশী প্রতিপক্ষকে বিদায় করে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে উঠলেন স্প্যানিশ তারকা।

আগামী মাসে মাদ্রিদ ওপেন খেলে টেনিসকে বিদায় বলবেন ফেরার। তার আগে শেষবার পা পড়লো তার বার্সেলোনা ওপেনে। শেষ ষোলোতে হারের পর অশ্রুসিক্ত হয়ে পড়েন এই ৩৭ বছর বয়সী খেলোয়াড়। তাকে সান্ত্বনা দেন নাদাল।

অবশ্য তার আগে কোর্টে আবেগকে কোনও ধরনের প্রশ্রয় দেননি নাদাল। টুর্নামেন্টে টানা ৩০ সেট জেতার পর আগের দিন বুধবার লেনার্দো মায়েরের কাছে একটি সেট হারেন তিনি। তবে শেষ আটে কোনও ধরনের বাধার মুখে পড়েননি। বিশ্বের দুই নম্বর র‌্যাংকিংধারী কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন জার্মানির জ্য-লেনার্দ স্ত্রাফের। শেষ ষোলোতে এই জার্মান ৬-৪, ৩-৬, ৬-২ গেমে হারান স্তেফানোস সিসিপাসকে।

ম্যাচ শেষে নাদাল বলেছেন, ‘গতকালের চেয়ে আমাকে ভালো কিছু করতে হতো। শুধু ফল নয়, সবদিক থেকে। এটা গুরুত্বপূর্ণ। গত ম্যাচের চেয়ে বেশি শক্তি দিয়ে খেলতে চেয়েছিলাম। আমি সেটা পেরেছি, এখন খুশি মনে হোটেলে ফিরতে পারবো।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সেমিফাইনালে ফেদেরার, প্রতিপক্ষ শাপোভালোভ

সেমিফাইনালে ফেদেরার, প্রতিপক্ষ শাপোভালোভ

মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন ফেদেরার

মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন ফেদেরার

আইটিএফ দলভুক্ত হলেন রুমান-মাসফিয়া-আলভি

আইটিএফ দলভুক্ত হলেন রুমান-মাসফিয়া-আলভি

টেনিস তারকা কেভিতোভার হামলাকারীর ৮ বছরের জেল

টেনিস তারকা কেভিতোভার হামলাকারীর ৮ বছরের জেল