রাশিয়ার দানিল মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার।
২০১৭ সালে শেষবার এই ট্রফি হাতে নেওয়া ফেদেরার ৬-৪, ৬-২ গেমে জিতেছেন। শেষ আটের টিকিট নিশ্চিত করতে এদিন তিনি সময় নেন এক ঘণ্টা এক মিনিট।
১৩তম বাছাইয়ের বিপক্ষে ৩৭ বছরের ফেদেরারের উইনার্স ২২টি, শেষ ১১ গেমের ৯টিই জিতেছেন। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন।
ম্যাচ শেষে ফেদেরার বলেছেন, ‘আমি চিন্তা করেছিলাম এটা দারুণ ম্যাচ হবে। পয়েন্টগুলো আমার হাতে চলে এসেছিল এবং এটাই ছিল বড় পার্থক্য। এই সপ্তাহে আমার সার্ভিস হচ্ছে দারুণ এবং আশা করি পরের পর্বে সেটা ধরে রাখতে পারবো।’
অ্যান্ডারসনের বিপক্ষে ৬ বার খেলার অভিজ্ঞতা হয়েছে ফেদেরারের। তার কাছে হার মাত্র একটি, গত বছরের উইম্বলডনে। দক্ষিণ আফ্রিকান প্রতিপক্ষকে নিয়ে সুইস তারকার মূল্যায়ন, ‘কেভিন দারুণ খেলোয়াড়। এই মুহূর্তে দারুণ সব সার্ভিস করে খেলছে সে। আশা করি তাকে হতাশ করবো।’