টেনিস তারকা কেভিতোভার হামলাকারীর ৮ বছরের জেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৮ মার্চ ২০১৯
টেনিস তারকা কেভিতোভার হামলাকারীর ৮ বছরের জেল

টেনিস তারকা কেভিতোভা

ছুরির আঘাত সয়েও কোর্টে অদম্য ভঙ্গিতে ছুটে চলেছেন পেত্রা কেভিতোভা। দুর্বৃত্তের আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছিলো তার বাম হাত। তার ওপর হামলা চালানো সেই দুর্বৃত্তকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে চেক প্রজাতন্ত্রের একটি আদালত।

হামলার ঘটনা বেশ পুরনো। ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর কয়েক সপ্তাহ আগে চেক প্রজাতন্ত্রে নিজের বাড়িতেই ভয়ঙ্কর এই আক্রমণ হয়েছিল তার ওপর।

কেভিতোভার ফ্ল্যাটে হামলা চালানো রাডিম জোন্ড্রা বয়লার পরীক্ষার অজুহাতে সেখানে গিয়েছিলেন। আর তখনই কেভিতোভাকে পেছন থেকে আটকে গলার কাছে ছুরি ধরে বসেন। সেই পরিস্থিতি থেকে নিজেকে ছাড়াতে গিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে বাম হাত ক্ষতবিক্ষত হয়ে যায় কেভিতোভার।

অবশ্য নিজের ওপর আনা সব অভিযোগ অস্বীকার করেছেন জোন্ড্রা। বোরনোর আঞ্চলিক আদালতে তাকে ৮ বছরের সাজা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে কেভিতোভার ঘরে অবৈধ অনুপ্রবেশের কারণে সাজা ভোগ করছেন।

সেই হামলায় কেভিতোভার বাম হাতের পাঁচটি আঙুলই বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা জেগেছিল। সবচেয়ে ক্ষতি হয় তর্জনি। আঙুলগুলো বাঁচাতে প্রয়োজন হয় সূক্ষ্ণ সার্জারির। চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছিলেন, কেভিতোভার বাঁ হাতে র‌্যাকেট নেওয়ার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ! কিন্তু এর ৫ মাস পরই কোর্টে ফেরে নিজেকে প্রমাণ করেন তিনি।

হামলা প্রসঙ্গে কেভিতোভা জানিয়েছিলেন, হামলাকারী থেকে নিজেকে বাঁচাতে অর্থ দেওয়ার কথা বলেছিলেন। গত মাসে আদালতে বলেছিলেন, ভয়ঙ্কর এই হামলায় পুরো ঘরেই রক্ত ছড়িয়ে ছিলো!


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আইটিএফ দলভুক্ত হলেন রুমান-মাসফিয়া-আলভি

আইটিএফ দলভুক্ত হলেন রুমান-মাসফিয়া-আলভি

মিয়ামি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা

মিয়ামি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা

থিমের কাছে রেকর্ড ষষ্ঠ শিরোপা হারালেন ফেদেরার

থিমের কাছে রেকর্ড ষষ্ঠ শিরোপা হারালেন ফেদেরার

হলো না নাদাল-ফেদেরারের যুদ্ধ

হলো না নাদাল-ফেদেরারের যুদ্ধ