আইটিএফ দলভুক্ত হলেন রুমান-মাসফিয়া-আলভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২৭ মার্চ ২০১৯
আইটিএফ দলভুক্ত হলেন রুমান-মাসফিয়া-আলভি

মাহাদী হাসান আলভি ও মাসফিয়া আফরিন

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত ‘আইটিএফ এশিয়ান অনুর্ধ-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশীপস ২০১৯ : ডিভিশন-১’ টেনিস প্রতিযোগিতা আগামী ৫-১৮ মে উজবেকিস্তানের তাসকান্দে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় এশিয়ার অনুর্ধ-১৪ গ্রুপের টপ র‌্যাংকিং দেশ সমূহ অংশগ্রহণ করবে।

অংশগ্রহণকারী দেশগুলো হলো- চায়না, চাইনিজ তাইপে, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কাজকিস্তান, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, উজবেকিস্তান ও ভিয়েতনাম।

এছাড়াও গত ৮-১৮ জানুয়ারি থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘আইটিএফ এশিয়ান অনুর্ধ-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশীপস ২০১৯ : ডিভিশন-২’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে বাছাইকৃত খেলোয়াড়দের সমম্বয়ে গঠিত আইটিএফ দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের ব্যক্তিগত ফলাফলের উপর ভিত্তি করে আইটিএফ দল গঠন করা হয়ে থাকে। বাংলাদেশের মাসফিয়া আফরিন প্রথমবারের মতো কোন নারী সদস্য হিসেবে আইটিএফ অনুর্ধ-১৪ দলে এবার দলভুক্ত হয়েছে। এছাড়াও বাংলাদেশের মাহাদী হাসান আলভি ও রুমান হোসেনও আইটিএফ দলভুক্ত হয়েছেন।

এবারই প্রথম বাংলাদেশ থেকে তিনজন খেলোয়াড় একই বছরে আইটিএফ দলভুক্ত হওয়ার কৃতিত্ব দেখালো। খেলোয়াড়দের যাতায়াত ও স্থানীয় থাকা-খাওয়ার খরচ আইটিএফ কর্তৃক বহন করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে খেলোয়াড়গণ আগামী ৪ মে উজবেকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

স্বাধীনতা দিবসে জয় উপহার দিল ফুটবলাররা

স্বাধীনতা দিবসে জয় উপহার দিল ফুটবলাররা

রিক্সাওয়ালার গায়ে নিজের নামের জার্সি দেখে আবেগে আপ্লুত মুশফিক

রিক্সাওয়ালার গায়ে নিজের নামের জার্সি দেখে আবেগে আপ্লুত মুশফিক

থিমের কাছে রেকর্ড ষষ্ঠ শিরোপা হারালেন ফেদেরার

থিমের কাছে রেকর্ড ষষ্ঠ শিরোপা হারালেন ফেদেরার

মিয়ামি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা

মিয়ামি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা