মিয়ামি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৩ পিএম, ২৪ মার্চ ২০১৯
মিয়ামি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা

বাম হাঁটুর সমস্যার কারনে মিয়ামি ওপেন মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা নাম প্রত্যাহারের একদিন আগে সুইডেনের রেবেকা পিটারসনকে তিন সেটের লড়াইয়ে পরাজিত করে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছিলেন।

মিয়ামিতে আটবারের বিজয়ী সেরেনা এ সম্পর্কে বলেছেন, ‘হাঁটুর ইনজুরির কারণে দু:খজনক হলেও মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহারে বাধ্য হচ্ছি।’

৩৭ বছর বয়সী সেরেনা বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১০ম স্থানে রয়েছেন। দ্বিতীয় রাউন্ডে তিনি পিটারসনকে ৬-৩, ১-৬, ৬-১ গেমে পরাজিত করেছেন। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ছিল ১৮তম বাছাই চীনের ওয়াং কিয়াং।

জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার কাছে তিন সেটের লড়াইয়ে শেষ পর্যন্ত নতি স্বীকার করেছিলেন সেরেনা।

ঐ টুর্নামেন্টের পর চলতি মাসে সেরেনা ইন্ডিয়ান ওয়েলসের মাধ্যমে প্রথম টুর্ণামেন্ট খেলতে কোর্টে নামেন। ইন্ডিয়ান ওয়েলসের মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে তিনি বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় ভিক্টোরিয়া

আজারেঙ্কার বিপক্ষে জয়ী হলেও অসুস্থতার কারণে আরেক সাবেক নাম্বার ওয়ান গারবিন মুগুরুজার বিপক্ষে নাম প্রত্যাহারে বাধ্য হন।



শেয়ার করুন :


আরও পড়ুন

থিমের কাছে রেকর্ড ষষ্ঠ শিরোপা হারালেন ফেদেরার

থিমের কাছে রেকর্ড ষষ্ঠ শিরোপা হারালেন ফেদেরার

হলো না নাদাল-ফেদেরারের যুদ্ধ

হলো না নাদাল-ফেদেরারের যুদ্ধ

ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডে জকোভিচ

ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডে জকোভিচ

ফেদেরার শিরোপা জয়ের সেঞ্চুরি

ফেদেরার শিরোপা জয়ের সেঞ্চুরি