মাদ্রিদ ওপেনের মাধ্যমে ক্লে কোর্টে ফিরছেন ফেদেরার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯
মাদ্রিদ ওপেনের মাধ্যমে ক্লে কোর্টে ফিরছেন ফেদেরার

ফাইল ছবি

আগামী মে মাসে অনুষ্ঠিতব্য মাদ্রিদ ওপেন টেনিসের মাধ্যমে ক্লে কোর্টে ফিরছেন রজার ফেদেরার। ২০১৬ সাল থেকে ক্লে কোর্ট মৌসুমে বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন ফেদেরার।

কিন্তু ২০বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এই সুইস সেনসেশন অস্ট্রেলিয়ান ওপেনে বিদায়ের পর ইঙ্গিত দিয়েছিলেন রেড সার্ফেসে এ বছর তিনি আবারো খেলতে চান। তারই ধারাবাহিকতায় বিশ্বের সাবেক এই শীর্ষ খেলোয়াড় মাদ্রিদে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৫ সালের পর প্রথমবারের মত ফ্রেঞ্চ ওপেনে ফিরে আসার প্রস্তুতির অংশ হিসেবেই মাদ্রিদে খেলতে চান বলে ফেদেরার জানিয়েছেন।

এ সম্পর্কে মাদ্রিদ ওপেনের পরিচালক ফেলিসিয়ানো লোপেজ বলেছেন, ‘ফেদেরার সর্বকালের সেরা একজন খেলোয়াড়, এতে কোন সন্দেহ নেই। মাদ্রিদে তার ফিরে আসা টুর্নামেন্টের জন্য একটি উপহার, আমরা দারুন খুশী। বিশেষ করে এখানকার সমর্থকরা আবারো ফেদেরারের খেলার উপভোগ করতে পারবে যা সত্যিই অসাধারণ এক অনুভূতি। সুইস এই খেলোয়াড়ের ক্লে কোর্টে ফিরে আসার অর্থ হচ্ছে নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল আবারো প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে যাচ্ছেন।’

এদিকে মাদ্রিদ ওপেনের সভাপতি মানোলো সান্তানা বলেছেন, ফেদেরারের উপস্থিতি এ বছর এই টুর্নমেন্টকে ‘স্পেশাল’ করে তুলবে। সে এখনও যে ফর্মে আছেন তাতে ৩৭ বছর বয়স কোন অর্থ বহন করে না।

সর্বশেষ ২০১২ সালে মাদ্রিদ ওপেন জয় করা ফেদেরার এ পর্যন্ত স্প্যানিশ টুর্ণামেন্টের তিনটি শিরোপা জয় করেছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসএলের উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদের জয়

পিএসএলের উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদের জয়

ইন্ডিয়াস ওয়েলস থেকে শারাপোভার নাম প্রত্যাহার

ইন্ডিয়াস ওয়েলস থেকে শারাপোভার নাম প্রত্যাহার

বিয়ের খবর প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ নাদাল

বিয়ের খবর প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ নাদাল

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী ওসাকা

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী ওসাকা