চ্যাম্পিয়ন হয়েই কোচের সাথে বেইমানি?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
চ্যাম্পিয়ন হয়েই কোচের সাথে বেইমানি?

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে শিরোপা জিতে রেকর্ড গড়া ২১ বছর বয়সী জাপানি নারী নাওমি ওসাকা কি সুসময়ে কোচ কে ভুলে গেলেন?

কোচ সাসচা বাজিনের হাত ধরেই জাপানি নারী নাওমি ওসাকা প্রথম বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে শিরোপা জিতেন। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত নেন তিনি আর কোচের সাথে কোন সম্পর্ক রাখছেন না।

ওসাকা বলেন, ‘‘সবাইকে জানাচ্ছি, আমি আর সাচা আর একসঙ্গে কাজ করছি না। তার কাজের জন্য তাকে ধন্যবাদ এবং তাকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।’’

কোচ সাচা বলেন, ‘‘ধন্যবাদ নাওমিকে। আমি তোমার জন্য সেরার শুভেচ্ছা ছাড়া আর কী জানাতে পারি। দারুণ যাত্রা ছিল। এই যাত্রায় আমাকে সঙ্গি করার জন্য ধন্যবাদ।’’

Osaka

২৬ জানুয়ারি মেলবোর্নে দুইবারের উইম্বলডন জয়ী পেত্রা কেভিতোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন। এর ফলে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিলেন নাওমি।

তিনিই প্রথম এশিয়ান প্রতিযোগী যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন। এই জার্মান কোচের সঙ্গে নাওমি মাত্র এক বছরই কাজ করেছেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে হঠাৎ এই বিচ্ছেদ ঘোষণা। জানা গেছে, বছরের শুরু থেকেই কোচের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছিল নাওমির।



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানী ওসাকা

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানী ওসাকা

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ নাদাল

পঞ্চমবারের মত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদাল

পঞ্চমবারের মত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদাল

ফাইনালে লড়বেন ওসাকা-কেভিতোভা

ফাইনালে লড়বেন ওসাকা-কেভিতোভা