ইন্ডিয়াস ওয়েলস থেকে শারাপোভার নাম প্রত্যাহার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
ইন্ডিয়াস ওয়েলস থেকে শারাপোভার নাম প্রত্যাহার

ফাইল ছবি

কাঁধে ইনজুরির কারণে আগামী মাসে অনুষ্ঠিতব্য ডব্লিউটিএ ইন্ডিয়াস ওয়েলস মাস্টার্স টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মারিয়া শারাপোভা। টুর্নামেন্ট আয়োজক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ডান কাঁধের সমস্যার কারনে গত মাসে সেইন্ট পিটার্সবার্গ টুর্নামেন্ট থেকেও নাম প্রত্যাহারে বাধ্য হয়েছিলেন ৩১ বছর বয়সী এই রুশ তারকা।

ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের আয়োজক বিএনপি পারিবাস ওপেন এ সম্পর্কে জানিয়েছে এই একই সমস্যার কারনে ক্যালিফোর্নিয়ায় আগামী ৪-১৭ মার্চে অনুষ্ঠিতব্য মাস্টার্স টুর্ণামেন্টেও শারাপোভা খেলতে পারছেন না। আয়োজকরা জানিয়েছেন মূল ড্র’তে তার পরিবর্তে জার্মানীর মোনা বার্থেলকে অন্তর্ভূক্ত করা হবে।

১৫ মাসের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৭ সালে কোর্টে পুনরায় ফিরে এসেছিলেন শারাপোভা। যে কারনে নতুন করে ফিটনেস ফিরে পেতেও তাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলতে ব্যর্থ হয়েছেন বিশ্বের সাবেক এই শীর্ষ তারকা।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী ওসাকা

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী ওসাকা

চাইনিজ সুপার লিগে যাচ্ছেন হামসিক

চাইনিজ সুপার লিগে যাচ্ছেন হামসিক

শিরোপা জিতে জোকোভিচের রেকর্ড

শিরোপা জিতে জোকোভিচের রেকর্ড

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানী ওসাকা

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানী ওসাকা