বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে মহিলা এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ, যুক্তরাষ্ট্রের দুই টেনিস তারকা সেরেনা ও ভেনাস উইলিয়ামস।
প্রথম রাউন্ডের ম্যাচ জিততে বেশ বেগ পেতে হয়েছিলো হালেপকে। লক্ষ্য ছিলো, দ্বিতীয় রাউন্ডে নিজের সেরাটা দিতে পারবেন। কিন্তু দ্বিতীয় রাউন্ডের ম্যাচও জিততে ঘাম ঝড়াতে হয়েছে হালেপকে। প্রথম রাউন্ডের মত দ্বিতীয় রাউন্ডের ম্যাচও তিন সেট লড়াই করে জিতেন তিনি। এই রাউন্ডে হালেপের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। ২ ঘন্টা ৩১ মিনিট লড়াইয়ের পর ৬-৩, ৬-৭ (৫/৭), ৬-৪ গেমে জয় পান হালেপ।
২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনাকে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে ১৬তম বাছাই হিসেবে খেলতে হচ্ছে। দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা সেরেনা, দ্বিতীয় রাউন্ড হেসেখেলে টপকে গেছেন। অবাছাই কানডার ইউগনি বুচার্ডকে সরাসরি সেটে হারিয়েছেন সেরেনা। ১ ঘন্টা ১০ মিনিট সময় নিয়ে ৬-২ ও ৬-২ গেমে ম্যাচটি জিতে নেন সেরেনা।
সেরেনার বড় বোন ভেনাসকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিততে ২ ঘন্টা ১৮ মিনিট ঘাম ঝড়াতে হয়েছে। অবাছাই ফ্রান্সের আলিজে কর্নেটকে ৩-৬, ৬-৪ ও ০-৬ গেমে পরাজিত করেন ভেনাস। তৃতীয় রাউন্ডে হালেপের বিপক্ষে লড়বেন ভেনাস।