ক্যারিয়ারে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নে বিভোর যুক্তরাষ্ট্রের নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। আগামীকাল থেকে শুরু হওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের অস্টম ও মার্গারেট কোটে সবচেয়ে বেশি সিঙ্গেল ম্যাচ জয় করতে চান টুর্নামেন্টের ষোড়শ বাছাই আমেরিকার সেরেনা। তবে টুর্নামেন্টের ড্র অনুযায়ী সেরেনাকে শক্ত প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে।
প্রথম রাউন্ডে অবশ্য সহজ প্রতিপক্ষ রয়েছে সেরেনার। অবাছাই জার্মানির তাতিয়ানা মারিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন সেরেনা। তবে চতুর্থ রাউন্ডে সেরেনাকে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিমোনা হালেপকে মোকাবেলা করতে হতে পারে। চতুর্থ রাউন্ডের বাধা টপকে যাবার পরই শেষ আটে তাকে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন প্লিসকোভার বিপক্ষে লড়তে হতে পারে।
ইনজুরি থেকে ফিরে চার মাস পর কোটে খেলতে নামছেন শীর্ষ বাছাই হালেপ। মাত্র এক ম্যাচের প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করবেন তিনি। কিচুটা চিন্তার ভাঁজ কপালে নিয়ে প্রথম রাউন্ডে খেলতে নামতে হচ্ছে হালেপকে। কারন প্রথম রাউন্ডে হালেপের প্রতিপক্ষ অবাছাই ইস্তোনিয়ার কাইয়া কানেপি। গত আগস্টে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে কানেপির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন হালেপ।
তৃতীয় রাউন্ডেও হালেপের সামনে বড় প্রতিপক্ষ হিসেবে থাকতে পারেন যুক্তরাষ্ট্রের আরেক তারকা খেলোয়াড় ভেনাস উইলিয়ামস।
বর্তমান চ্যাম্পিয়ন ও তৃতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকি প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন অবাছাই বেলজিয়ামের আলিসন ভ্যান উতভানেকের । এরপর তৃতীয় রাউন্ডে ওজনিয়াকির প্রতিপক্ষ হতে পারেন ২০০৮ সালে চ্যাম্পিয়ন রাশিয়ার হার্টথ্রব মারিয়া শারাপোভা।
২০১৬ আসরের চ্যাম্পিয়ন ও দ্বিতীয় বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কারবার প্রথম রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন অবাছাই স্লোভেনিয়ার পোলোনা হারকগকে। আর সেমিফাইনালে কারবারের প্রতিপক্ষ হতে পারেন পঞ্চম বাছাই ওজনিয়াকি।