সংবাদ সম্মেলনে এসে কেন কাঁদলেন টেনিস তারকা?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১১ জানুয়ারি ২০১৯
সংবাদ সম্মেলনে এসে কেন কাঁদলেন টেনিস তারকা?

ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে সংবাদ সম্মেলনে ঢুকেই দুই মিনিটের মাথায় কাঁদতে কাঁদতে কিছু না বলেই বেরিয়ে গেলেন! তখনো অনেকে বুঝতে পারেনি কি হচ্ছে। এরপর নিজেকে শান্ত করে জানালেন, ‌‌‌‌‌'বিদায়'।

ব্রিটিশ টেনিস তারকা মারের ১৫ বছরের টেনিস ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইনজুরির কারণে। এখনো হিপ সার্জারির রেশ কাটেনি তার। গত বছরের শেষ দিকে তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছিলেন তিনি।
উইম্বলডন দিয়ে চলতি মৌসুম শেষে অবসর নিতে চেয়েছেন মারে। কিন্তু তার ধারনা, আগামী সপ্তাহের অস্ট্রেলিয়ার ওপেনই তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে।

শুক্রবার অ্যান্ডি মারে বলেন, এই ব্যথা নিয়ে আমি আরও ৪/৫ মাস খেলতে পারব কী না নিশ্চিত নই। আমি উইম্বলডন দিয়ে থামতে চেয়েছিলাম কিন্তু জানি না সেটা করতে পারবো কী না।

তিনবারের গ্র্যান্ডস্লাম জয়ী মারের বিদায়ে দুঃখ প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান টেনিস তারকারা। তারা মারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শক টানতে ব্যর্থ বিপিএল, কারণ জানালেন মুশফিক

দর্শক টানতে ব্যর্থ বিপিএল, কারণ জানালেন মুশফিক

অস্ট্রেলিয়ান ওপেনের টাই ব্রেক নিয়ম নিয়ে সতর্ক ফেদেরার, কারবার

অস্ট্রেলিয়ান ওপেনের টাই ব্রেক নিয়ম নিয়ে সতর্ক ফেদেরার, কারবার

জয় দিয়ে মৌসুম শুরু সেরেনার

জয় দিয়ে মৌসুম শুরু সেরেনার

ফিরেই পরাজয়ের স্বাদ, তবুও খুশি নাদাল

ফিরেই পরাজয়ের স্বাদ, তবুও খুশি নাদাল