থাইল্যান্ডে আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপের এককের (বালক) সেমিফাইনালে বাংলাদেশের। টেনিস চ্যাম্পিয়নশিপের একক বালক বিভাগের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের মাহাদী হাসান আলভী।
বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে আলভি ২-০ সেটে হারিয়েছেন নেপালের আরাফ হুদাকে। বালিকা বিভাগে জিতেছেন মাসফিয়া আফরিন, সাদিয়া আফরিন ও সূবর্না খাতুন।
স্থান নির্ধারনী খেলায় বাংলাদেশের জুবায়েদ উৎস ২-০ সেটে হারিয়েছেন ভুটানের আমিরালি ঘাভামকে এবং রুমান হোসেন একই ব্যবধানে হারিয়েছেন ম্যাকাওয়ের ক্রিশ্চিয়ানো সিলভাকে।
বালক দ্বৈতে বাংরাদেশের মাহাদি হাসান আলভি ও জুবায়েদ উৎস ২-১ সেটে জাওয়ারে আলকোটপ ও জাইদ মাসনি জুটির কাছে পরাজিত হয়েছে। বালিকা এককে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মাসফিয়া আফরিন ২-০ সেটে লেবাননের মারিয়া বিদ্রির কাছে, সূবর্না খাতুন একই ব্যবধানে কাজাখস্তানের পেসিনোভার কাছে হেরেছেন।
স্থান নির্ধারণী খেলা ভুটানের চুকি দর্জির কাছে ২-০ সেটে হেরেছেন সাদিয়া আফরিন।