জয় দিয়ে মৌসুম শুরু সেরেনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮
জয় দিয়ে মৌসুম শুরু সেরেনার

জয় দিয়ে টেনিসের নতুন মৌসুম শুরু করলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। হোপম্যান কাপের প্রথম রাউন্ডে এক ঘণ্টা ৪৪ মিনিট স্থায়ী ম্যাচে সেরেনা ৭-৬(৭/৩) ও ৬-২ গেমে গ্রিসের মারিয়া শাক্কারিকে সরাসরি সেটে পরাজিত করেন।

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের আগে নিজেকে প্রস্তুত করতে হোপম্যানে খেলছেন সেরেনা। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মিশনে শুরুটা ভালোই করেছেন তিনি। তারপরও নিজের পারফরমেন্সে খুশি হতে পারেছেন না সেরেনা।

তিনি বলেন, ‘আমার খেলায় অনেক সমস্যা লক্ষ্য করেছি, তারপরও আমি বলবো সবকিছু ঠিক আছে। এটি তোমার প্রথম ম্যাচ। পরবর্তীতে আরও ভালো হবে। ম্যাচটি মোটেও সহজ ছিল না।’

তবে আসন্ন গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়া ওপেনে নিজের পারফরমেন্স নিয়ে মোটেও উদ্বিগ্ন নন সেরেনা। বলেন, ‘আশা করছি, গ্র্যান্ড স্ল্যামের আগে সবকিছু ঠিক হয়ে যাবে।’

টুর্নামেন্টের নিয়মনুযায়ী আগামী মঙ্গলবার সুইজারল্যান্ডের রজার ফেদেরার মুখোমুখি হবেন সেরেনা। দ্বৈততে লড়াইটি যুক্তরাষ্ট্র বনাম সুইজারল্যান্ডের। এই প্রথমবারের মত ফেদেরার মুখোমুখি হবেন সেরেনা।

সেরেনা বলেন, ‘আমার কাছে মনে হয়, দু’জনের কাছেই এই ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি অনেক বেশি উদগ্রীব হয়ে আছি খেলার জন্য।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিরেই পরাজয়ের স্বাদ, তবুও খুশি নাদাল

ফিরেই পরাজয়ের স্বাদ, তবুও খুশি নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ব্যবহৃত হবে টাই-ব্রেক

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ব্যবহৃত হবে টাই-ব্রেক

আর খেলবেন না রাদওয়ানস্কা

আর খেলবেন না রাদওয়ানস্কা

ইনজুরির কারণে নাদালের মৌসুম শেষ

ইনজুরির কারণে নাদালের মৌসুম শেষ