পিঠের ইনজুরির কারণে আগামী সোমবার থেকে শুরু হওয়া হংকং ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইউএস ওপেন বিজয়ী নাওমি ওসাকা।
শনিবার বেইজিংয়ে চায়না ওপেনের সেমিফাইনালে অবাছাই আনাসতাসিজয়া সেভাসতোভার বিপক্ষে পরাজিত ম্যাচটিতে ইনজুরিতে পড়েন জাপানীজ এ সুপারস্টার। ঐ সময় কোর্টেই তার চিকিৎসা দেয়া হয়।
ইনজুরির মাত্রা যাতে গুরুতর না হয় সে কারণেই ডব্লিউটিএ হংকং ওপেন থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ওসাকা।
বিশ্বের ৬ নম্বর র্যাঙ্কধারী ওসাকা এক বিবৃবিতে বলেছেন, ‘দুর্ভাগ্যবশতঃ সারা সপ্তাহ পিঠে ব্যথা নিয়েই আমি খেলেছি। কিন্তু চিকিৎসকরা আমাকে আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’
Thank you Beijing this tournament has been full of ups and downs, but I’m glad to have experienced it all. Love you, see you next year pic.twitter.com/FAVo5EoitC
— NaomiOsaka大坂なおみ (@Naomi_Osaka_) October 7, 2018