পারলেন না রাফায়েল নাদাল। শরীরের বিরুদ্ধে গিয়ে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হলো না তার। টানা দুই সেটে পরাজিত হওয়ার পর নিজেকে সরিয়ে নিলেন বতর্মান চ্যাম্পিয়ন। হুয়ান মাটির্ন দেল পোত্রোকে তাই আর কষ্ট করতে হলো না। পুরো ম্যাচ না খেলেই আজের্ন্টাইন তারকা ওঠে গেলেন ইউএস ওপেনের ফাইনালে। কিন্তু শেষমেষ তিনিও শেষ হাসি হাসতে পারলেন না।
দুইবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের কাছে হেরে গেলেন। অতীতে মাত্র একবারই গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছিলেন দেল পোত্রো। অন্যদিকে ১৪তম গ্রান্ড স্লাম নিজের করে নিলেন নোভাক। রাফায়েল নাদালের থেকে আর মাত্র ৩টি গ্রান্ড স্ল্যামে পিছিয়ে জোকোভিচ।
ইউএস ওপেনের ফাইনালে জোকোভিচ দেল পোত্রোকে হারিয়ে দেন স্ট্রেট সেটে। খেলার ফলাফল ৬-৩, ৭-৬ ও ৬-৩। ২০১১ ও ২০১৫ সালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জোকারকে অবশ্য কঠিন লড়াইয়ে ফেলে দিয়েছিলেন পোত্রো। সেকেন্ড সেটে জোকোকে ঘামিয়ে দেন ওয়ার্ল্ড নাম্বার থ্রি পোত্রোরো। তবে মাথা ঠাণ্ডা রেখে খেলায় টিকে থাকেন নোভাক।
হাঁটুর অস্ত্রোপচার থেকে ফিরে চারটি বড় টুর্নামেন্টের মধ্যে তিনটিতে জিতলেন সার্বিয়ান স্টার। রোববার যে কোর্টে খেলে ইউএস ওপেন খেতাব জোকো তুলে নিলেন সেখানেই জীবনের ১৪তম গ্রান্ড স্ল্যাম টাইটেল জিতেছিলেন পিট সাম্প্রাস।