ইউএস ওপেনের ফাইনালে সেরেনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮
ইউএস ওপেনের ফাইনালে সেরেনা

১৯তম বাছাই আনাসতেসিজা সেভাস্তোভাকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন সেরেনা উইলিয়ামস। লাটভিয়ার সেভাস্তোভাকে ৬-৩, ৬-০ সেটে হারিয়েছেন সাবেক নাম্বার ওয়ান। ফাইনালে মার্কিন তারকা খেলোয়াড়ের প্রতিপক্ষ জাপানি খেলোয়াড় নাওমি ওসাকা।

এই নিয়ে নবমবার ইউএস ওপেনের ফাইনালে খেলছেন সেরেনা। মোট ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা ছয়বার জিতেছেন ইউএস ওপেন। এবারের ইউএস ওপেন জিতলে তিনি ছুঁয়ে ফেলবেন সর্বাধিক একক ট্রফি জেতা মার্গারেট কোর্টের রেকর্ড।

ফাইনাল নিশ্চিত হওয়ার পর সেরেনা মজা করে বলেন, আমি অনেক কঠোর পরিশ্রম করে আসছি। আমি বেশ কয়েকটি চ্যাম্পিয়নশিপও জিতেছি, তাই আমি জানি এটা কীভাবে করতে হয়। আমি এখানে আসি শুধু প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোর জন্য।

sportsmail24

নাওমি ওসাকা
ফাইনালে সেরেনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে খুশি নাওমি ওসাকা। ২০ বছর বয়সী এ খেলোয়াড় বলেছেন, 'আমি সত্যিই সেরেনার সঙ্গে খেলতে আগ্রহী।'


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ইউএস ওপেনের সেমিতে সেরেনা

ইউএস ওপেনের সেমিতে সেরেনা

নারীর ক্ষমতায়নে শেরপুরে কিশোরীদের লন-টেনিস প্রশিক্ষণ

নারীর ক্ষমতায়নে শেরপুরে কিশোরীদের লন-টেনিস প্রশিক্ষণ

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ওরা পাঁচজন

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ওরা পাঁচজন

নাদাল-ফেদেরার জয়ের দিন মারের বিদায়

নাদাল-ফেদেরার জয়ের দিন মারের বিদায়