ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন সেরেনা উইলিয়ামস। পরের রাউন্ডে সেরেনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন লাটভিয়ার অ্যানাসটেসিজা সেভাস্তোভা। বুধবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রতিপক্ষ ক্যারোলিনা প্লিসকোভাকে ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে সেরেনা দারুণভাবে প্রতিশোধ নিয়েছেন। ক্যারোলিনা প্লিসকোভার কাছে হেরেই ২০১৬ সালে ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল সেরেনাকে।
মোট ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা ছয়বার জিতেছেন ইউএস ওপেন। বুধবার কোয়ার্টার ফাইনাল পর্বের শুরুতে ২-১এ পিছিয়ে ছিলেন তিনি। জয় নিশ্চিত হওয়ার পর দেয়া সাক্ষাৎকারে প্রথমে পিছিয়ে থেকেও পরে এগিয়ে যাওয়ার বিষয়ে সেরেনা বলেন, 'আমার খুবই খারাপ লাগছিল। গ্যালারিতে সবাই আমার জন্য চিৎকার করছিল কিন্তু আমি জিততে পারছিলাম না। তাই ভেবেছি আমাকে আরও কঠোর চেষ্টা করতে হবে।' সূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস