ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ওরা পাঁচজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৮
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ওরা পাঁচজন

ইউএস ওপেন টেনিসে মহিলা এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন চতুর্থ বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কারবার, পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ও ২২তম বাছাই রাশিয়ার হার্টথ্রব মারিয়া শারাপোভা। অন্যদিকে টেনিসের পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও ষষ্ঠ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ।

দ্বিতীয় রাউন্ডে কারবারের প্রতিপক্ষ ছিলেন অবাছাই সুইডেনের জোহান্না লারসন । শক্তির বিচারে এগিয়ে থাকায় প্রথম সেট জিতে নেন কারবারই। ৬-২ গেমে জয় পান তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুড়ে দাঁড়ান লারসন। ৭-৫ গেমে জয় তুলে নিয়ে ম্যাচে সমতা আনেন লারসেন। তবে তৃতীয় সেটে লারসনকে সুযোগ দেননি কারবার। ৬-৪ গেমে জয় তুলে নিয়ে তৃতীয় রাউন্ডে উঠেন কারবার। ২ ঘণ্টা ২৪ মিনিট লড়াই করেন কারবার ও লারসেন।

কারবারের ঘাম ঝড়ানো জয়ের দিন ১ ঘণ্টা ৪৭ মিনিট জয় তুলে নেন কেভিতোভা। অবাছাই চীনের ওয়াং কিআংকে ৭-৫ ও ৬-৩ গেমে পরাজিত করেন কেভিতোভা।

তৃতীয় রাউন্ডের টিকিট পেতে অবাছাই রোমানিয়ার সোরানা ক্রিস্টিয়ার মুখোমুখি হয়েছিলেন ২০০৬ সালের চ্যাম্পিয়ন শারাপোভা। সরাসির সেটেই জয় তুলে নেন তিনি। এ জন্য ১ ঘণ্টা ৫১ মিনিট কোর্টে সময় ব্যয় করেন শারাপোভা। ম্যাচের স্কোর লাইন ছিল ৬-২ ও ৭-৫।

টেনিসের পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে ফেদেরার প্রতিপক্ষ ছিলেন অবাছাই ফ্রান্সের বেনোইত পাইরে। অভিজ্ঞতা ও র‌্যাংকিংয়ের দিক দিয়ে ফেদেরার চেয়ে বেশি পিছিয়ে পাইরে। ম্যাচে লড়াইয়ের ছিটেফটাও দেখাতে পারেনি পাইরি।

তারপরও ম্যাচ জিততে ১ ঘণ্টা ৫৭ মিনিট সময় লেগেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরার। ৭-৫, ৬-৪ ও ৬-৪ গেমে জয় তুলে নেন ফেদেরার।

ম্যাচ শেষে পাইরের খেলার প্রশংসা করে ফেদেরার বলেন, ‘আমি মনে করি, তার বিপক্ষে খেলতে গিয়ে আমার সমস্যায় পড়তে হয়েছে। মাঝে মাঝে আমাকে চিন্তায় ফেলে দিয়েছিল সে। যদিও ম্যাচ হেরেছে তারপরও এ ম্যাচে ভালো খেলেছে সে।’

ফেদেরার সরাসরি সেটে জিতলেও জকোভিচের জিততে ঘাম ঝড়াতে হয়েছে। অবাছাই যুক্তরাষ্ট্রের তেনিস স্যান্ডগ্রেনের বিপক্ষে ৩-১ সেটের ব্যবধানে জয় পান জকোভিচ। প্রথম দু’সেট সহজেই জিতছিলেন দু’বারের চ্যাম্পিয়ন জকোভিচ।

তবে তৃতীয় সেটে জকোভিচকে হারের স্বাদ দেন স্যান্ডগ্রেন। সেটকে টাইব্রেকারে নিয়ে ৭-৬ (৭/২) গেমে জয় তুলে নেন স্যান্ডগ্রেন। এতে ম্যাচে উত্তেজনা সৃষ্টি হয়। তবে চতুর্থ সেটে জয় তুলে নিয়ে ম্যাচের ইতি টানের জকোভিচ। ৬-২ গেমে চতুর্থ সেটটি জিতেন জকোভিচ। ২ ঘণ্টা ৪৬ মিনিট স্থায়ী ছিল ম্যাচটি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নাদাল-ফেদেরার জয়ের দিন মারের বিদায়

নাদাল-ফেদেরার জয়ের দিন মারের বিদায়

সেরেনার ‘ক্যাটস্যুট’ নিয়ে সমালোচনার ঝড়

সেরেনার ‘ক্যাটস্যুট’ নিয়ে সমালোচনার ঝড়

সেরেনার ক্যারিয়ারের সবচেয়ে বাজে পরাজয়ের স্বাদ

সেরেনার ক্যারিয়ারের সবচেয়ে বাজে পরাজয়ের স্বাদ

রজার্স থেকে নিজেকে সরিয়ে নিলেন ফেদেরার

রজার্স থেকে নিজেকে সরিয়ে নিলেন ফেদেরার